সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Icche Gulo Song Lyrics (ইচ্ছেগুলো) | KONA | Akassh Sen | Official Music Video | Bangla New Song 2017

Icche Gulo Song Lyrics (ইচ্ছেগুলো) তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা, ভালোবাসা, তোমায় দেবো আরো । তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা, ভালোবাসা, তোমায় দেবো আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হবো না আর কারো, তুমি হাতটা শুধু ধরো, আমি হবো না আর কারো। তোমার স্বপ্ন গুলো আমার চোখে হচ্ছে জড়সড়। তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা, ভালোবাসা, তোমায় দেবো আরো। তোমার আবেগ মাখা খামখেয়ালী আঁটছে আমার পিছু, আমার আসা যাওয়ার পথের বাঁকে পাইনি অন্য কিছু। তোমার আবেগ মাখা খামখেয়ালী আঁটছে আমার পিছু, আমার আসা যাওয়ার পথের বাঁকে পাইনি অন্য কিছু। তুমি হাতটা শুধু ধরো, আমি হবো না আর কারো, তুমি হাতটা শুধু ধরো, আমি হবো না আর কারো। আমার স্বপ্ন গুলো তোমার চোখে হচ্ছে জড়সড়। তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা, ভালোবাসা, তোমায় দেবো আরো। আমার হৃদয় যেন বানভ...

Hridoy Khan - Bhalo Lage Na Song Lyrics

Bhalo Lage Na Song Lyrics Credits: Song: Bhalo Lage Na Singer: Hridoy Khan Tune & Composition: Hridoy Khan Lyrics: Goonjohn Rahman Cast: Hridoy Khan, Suzena GM: Rony Ahmed Production Manager: Nafis Ismaeel Production Accountant: Asaduzzaman Ripon Costume: Rifat Onty Asst. Director: Tonu Khan  DOP: Rinkon Khan Asst.Editor: Atiq Rony Editor: Prodi Bhalo Lage Na Song Lyrics এমন কেনো খেলো আমায় নিয়ে, পেয়ে হারাবার ব্যাথা যাও কেনো দিয়ে জীবন যেন খেলছে নিঠুর খেলা ভালোবাসা যায় ডেকে অবহেলায়, হায়। কেনো এভাবে কাদাও, যেনো, ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো, ভালো লাগে না  কেনো এভাবে কাদাও, যেনো, ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো, ভালো লাগে না  অবেলায় না বলা, আবেগে জড়িয়ে এ মনে এঁকেছি কত ডেকেছি যে, তোমায় অসহায় এ ভাষা গেছে যে হারিয়ে বুঝো কি সে কথা, না বলা ব্যাথা সেই, আমার অবহেলার এ চাদরে, ভালোবাসার আদর রেখেছ যে আড়াল করে, কেনো .. কেনো এভাবে কাঁদাও যেনো, ভালোবাসা কোনো হাসি খেলা পুরোনো, ভালো লাগে না কেনো এভাবে কাদাও, যেনো, ভালোবাসা কো...

Tomar Kothay Song Lyrics তোমার কথায় লিরিক্স | Rupak Tiary | Video Song | Bangla New Song 2019 | Amara Originals

Tomar Kothay Song Lyrics তোমার কথায় লিরিক্স  শুধু তোমারি কথায় নিমেষে সব হারাই একলা রাত ও  তোমাকে খুঁজে যায়। ভাবনারা হারিয়ে যায় দুচোখের সীমানায় অক্লান্ত মন তোমাকে পেতে চায়। আমার এই মনের কোন আছো তুমি আজ গোপনে স্বপ্নেরা কেবল স্বপ্ন দেখিয়ে যায়। শিশির ভেজা সবুজ ঘাসে তোমার ওই আলতো ছোঁয়াতে আধো হাসি সবকিছু ভুলিয়ে দেয়। তোমার কথায়, তোমার কথায়.. তোমার কথায়, তোমার কথায়.. তোমার কথায়, তোমার কথায়.. তোমার কথায়, তোমার কথায়.. একলা ঘরের জানলাতে, মুহুর্তরা যায় ছুঁয়ে দুচোখ তবু খুঁজে যায় তোমাকে, আলোর কিরণ ধেয়ে আসে। আমার এই মনের কোন আছো তুমি আজ গোপনে স্বপ্নেরা কেবল স্বপ্ন দেখিয়ে যায়। শিশির ভেজা সবুজ ঘাসে তোমার ওই আলতো ছোঁয়াতে আধো হাসি সবকিছু ভুলিয়ে দেয়। তোমার কথায়, তোমার কথায়.. তোমার কথায়, তোমার কথায়.. তোমার কথায়, তোমার কথায়.. তোমার কথায়, তোমার কথায়.. [English] Sudhu tomari kathay Nimeshe sob harai Ekla raat o tomake khuje jay Bhabna hariye jaay Du chokher seemanay Oklanto mon tomake pete chaay Aamar ei moner kone Aacho tumi aajo gopone Shopnera kebo...

O Bandhobi Song Lyrics by Rupak Tiary

O Bandhobi Song Lyrics: ও বান্ধবী তোর কানের পড়া ঐ দুল ভালো লাগে হাওয়াই ওড়া তোর চুল । ও বান্ধবী কেন বুঝিস না তুই নাকি বুঝেও খুব বুঝতে চাস না তুই!! রোজে রোজে ঝড় আসে বুকের পাঁজরেতে প্রজাপতি ডাক দিয়ে যায় । আমার মনের ঘরে তোর এই আসা যাওয়া তোকে কিভাবে বোঝায় । কিভাবে তোকে বোঝায়!! হয়তো তোর নাম লিখেছি একটু প্রেমের সুখে বিজ্ঞাপন তো চাদরে আকাশের বুকে । যেমন করে ঐ চাঁদ আসে রোজ আমার জানলাতে তেমনি করেই তোকে খুঁজি মনের আয়নাতে । রোজে রোজে ঝড় আসে বুকের পাঁজরেতে প্রজাপতি ডাক দিয়ে যায় । আমার মনের ঘরে তোর এই আসা যাওয়া তোকে কিভাবে বোঝায় । Lyrics In English: O Bandhobi Tor kaner pora oi dool Bhalo lage Hawai ora tor chul. O Bandhobi Keno bujhis na tui Naki bujheo khub Bujhte chas na tui. Roje roje jhor ashey Buker panjorete Projapoti daak diye jaai. Amar moner ghore Tor ei asha jawa Toke kibhabe bojhai!! Kibhabe toke bojhai!! Hoytoh tor naam likhechi Ektu premer sukhe Bigyapon toh chadore Akasher bukey. Jemon kore oi chand as...

Tomar Laigga Mon Pakhita Song Lyrics

Tomar Laigga Mon Pakhita Song Lyring তোমার লাইগ্যা মন পাখিটা উড়ি উড়ি যায় তোমার লাইগ্যা মন পাখিটা উড়ি উড়ি যায় সোনার বরণ মুখটা দেইখা দিগন্তে হারায় বলি হায় হায় হায় হায় হায় বলি হায় হায় হায় হায় হায় তোমার লাইগ্যা মন পাখিটা উড়ি উড়ি যায় তোমার লাইগ্যা মন পাখিটা উড়ি উড়ি যায় সোনার বরণ মুখটা দেইখা দিগন্তে হারায় বলি হায় হায় হায় হায় হায় বলি হায় হায় হায় হায় হায় হলুদ শাড়ি পড়িয়া ঝুমুর তালে দুলিয়া হলুদ শাড়ি পড়িয়া ঝুমুর তালে দুলিয়া নাচে যখন কন্যা নুপুর পা----য় বলি হায় হায় হায় হায় হায় বলি হায় হায় হায় হায় হায় তোমার কাজল রাঙা আঁখি তার জনেতেই ডুবি ভাসি তোমার কাজল রাঙা আঁখি তার জনেতেই ডুবি ভাসি সোহাগ করি মন বধূয়া চা----য় বলি হায় হায় হায় হায় হায় বলি হায় হায় হায় হায় হায় হঠাৎ বিকেল হয়ে এলো সূর্য বিদায় চায় এবার তোমার ফেরার পালা ঘরের পিঞ্জিরায় হঠাৎ বিকেল হয়ে এলো সূর্য বিদায় চায় এবার তোমার ফেরার পালা ঘরের পিঞ্জিরায় জ্বালাও তুমি তেলের পিদিম তুলসীরও  তলায় জ্বলবো আমি জোনাক হইয়া তোমার জানালায় ওই পচিম  কোণে বেলা গেল মন আকাশে আঁধ...

Tui Mon Brishti Song Lyrics | Arpan KarmaKar

SEE THE IMAGE Tui Mon Brishti Song Lyrics তুই মন বৃষ্টি , দুচোখের দৃষ্টি তুই যেন সৃষ্টি ছাড়া গল্প উপন্যাস। তুই যেন ঝর্ণা , এভাবেই পড়না ইমারত গড়না , জোছনায় ছেয়ে দে না রাতেরও আকাশ। তুই শুধু হাসলে , খুব কাছে আসলে তুই যেন সৃষ্টি ছাড়া গল্প উপন্যাস। তুই কিছু বললে , পাশাপাশি চললে নেশায় নেশায় বুঁদ হয়ে যাই আমারি অভ্যাস। তুই মন ভাবনায় , চোখে চোখে আজ আয় খোঁজাখুঁজি ভীষণ বোরিং ঘুম চোখে সন্ধ্যায়। তুই যদি আসতিস , এ ঢেউয়েই ভাসতিস ভেজাতো বৃষ্টি তোকে বড্ড রোমেন্টিক , আমার এ আকাশ। মিশে থাক গন্ধে , ভালোবেসে রন্ধ্রে কাটেনা কেমন যেন আমার বারোমাস। তুই সারা শব্দে , তুই যতো চিন্তায় মিশে ভালো মন্দে পাগলামিটায় , একটি আস্কারাতে খুঁজে নেয় , খুঁজে নেয় তোমারি আশপাশ। তুই মন বৃষ্টি , দুচোখের দৃষ্টি তুই যেন সৃষ্টি ছাড়া গল্প উপন্যাস। তুই যেন ঝর্ণা , এভাবেই পড়না ইমারত গড়না , জোছনায় ছেয়ে দেনা রাতেরও আকাশ। তুই শুধু হাসলে , খুব কাছে আসলে তুই যেন সৃষ্টি ছাড়া গল্প উপন্যাস। তুই কিছু বললে , পাশাপাশি চললে নেশায় নেশায় বুঁদ হয়ে যাই আমারি অভ্যাস। তুই মন বৃষ্টি , দুচোখের দৃষ্টি তু...

Tumi Bolle Song Lyrics | Beporowa | Roshan

Tumi Bolle Song Lyrics: SEE THE IMAGE তুমি বললেই ভুল গুলো সব ফুল হয়ে ফোটে , কতো   আদোর আছে বলো তোমার গালে ঠোঁটে। নাকের ডগায় ঘাম জমিয়ে একটু যখন হাসো , বুঝতে পারি আমায় তখন অনেক ভালোবাসো। তুমি বললেই ভুল গুলো সব ফুল হয়ে ফোটে , কত আদর আছে বলো তোমার গালে ঠোঁটে। চোখের কোনে আদর এঁকে পাঁজরে দাও ছায়া , মনের বুকে মন মিশিয়ে বিছিয়ে দাও মায়া। চোখের কোনে আদর এঁকে পাঁজরে দাও ছায়া , মনের বুকে মন মিশিয়ে বিছিয়ে দাও মায়া। নাকের ডগায় ঘাম জমিয়ে একটু যখন হাসো , বুঝতে পারি আমায় তখন অনেক ভালোবাসো। তুমি বললেই ভুল গুলো সব ফুল হয়ে ফোটে , কত আদর আছে বোলো তোমার গালে ঠোঁটে। হো.. ফিরতি পথের সুখ হয়ে যাই পা বাড়ালেই রোজ , হারিয়ে আমি যেতে পারি পেলে তোমার খোঁজ। নাকের ডগায় ঘাম জমিয়ে একটু যখন হাসো , বুঝতে পারি আমায় তখন অনেক ভালোবাসো। তুমি বললেই ভুল গুলো সব ফুল হয়ে ফোটে , কত আদোর আছে বোলো তোমার গালে ঠোঁটে। Tumi Bolle Song Lyrics English: Tumi bollei bhul gulo sob Ful hoye fotey, Koto ador ache bolo tomar gale thote. Naker d...

Shei Tumi Song Lyrics

Shei Tumi Song Lyrics | সেই তুমি | Full Video Song | Parineeta | Arko | Subhashree | Ritwick | Raj Chakraborty Shei Tumi Song Lyrics In Bengali: সেই তুমি আজ দূরে খুঁজে খুঁজে কোথা পাই, সেই আমি ঘুরে ঘুরে ধোঁয়া হয়ে মিশে যাই। কথা ছিল দেখা হবে রোজ ভোরে দুজনায়, কেন থেমে গেছে নদী মন বুঝেও বোঝেনা। ব্যথা জমে, কালো চোখে নিদ্রা আসে না, ঠিক তোর মতন কেউ ভালোবাসে না, বাসে না, ঠিক তোর মতন কেউ ভালোবাসে না। শূন্যময়, এই হৃদয়ে তাইতো এতো যন্ত্রনা, লোক দেখানো মিথ্যে হাসি আর অযথা স্বান্তনা। প্রিয় কবি, কত ছবি কত স্বপ্ন দুজনার, মুছে যাওয়া, শেষ পাওয়া কত অল্প দুজনার। ব্যথা জমে, কালো চোখে নিদ্রা আসে না, ঠিক তোর মতন কেউ ভালোবাসে না, বাসে না, বাসে না, বাসে না, আর কেউ অতোটা কাছে আসেনা। আসেনা, আসে না, ঠিক তোর মতন কেউ ভালোবাসে না। Shei Tumi Song Lyrics In English: Sei tumi aaj dure Khuje khuje kotha pai, Sei ami ghure ghure Dhowa hoye mishe jai.. Kotha chilo dekha hobe Roj bhore dujonay, Keno theme geche nodi Mon bujheo bojhena.. Betha jome kalo chokhe ...

Protibeshi Song Lyrics ( প্রতিবেশী ) | Bornoporichoy

  Protibeshi Song Lyrics ( প্রতিবেশী ) বন্ধুহীন ফিরছি ঘর , মাঠের ধূলো কামড়ে ধর , এই ঠিকানায় নেই গাড়ির চাকার দাগ। প্রতিবেশী কোনো দেয়াল আমার নেই , কে কখন চাইছে কি , খুব অবাদ্ধ মোমবাতি , কোন নিয়মে আমার জানলা অল্প ফাঁক। প্রতিবেশী , কোনো গোপন শর্ত নেই , আমি জানি তুমি শুনছো গান , আমার মতোই পাতছো কান , আমার মতোই তুমিও আজকে একা। প্রতিবেশী তুমি জানোনা , তুমি যতো ভাবো আমি ততো ভালোনা , প্রতিবেশী এতো ভেবোনা , তুমি শুয়ে পড়ো বেশি রাত জেগোনা.. জেগোনা। জেগোনা.. একটা কাপ , একটু চা , সাহস করেও পারছি না , এই বারান্দায় , আসে রসুন পোড়ার ঘ্রান। প্রতিবেশী তুমি রান্না করছো কি ? বৃষ্টি এলে , বন্ধ সব , ভিজলে ভিজুক , ফুলের টব , তোমার ঘরে , তুমি এখন কাকে চাও ? প্রতিবেশী , তুমি আমায় ডাকছো কি ? আমি জানি তুমি শুনছো গান , ঠান্ডা জলে করছো স্নান , আমার মতোই তুমিও আজকে একা। প্রতিবেশী তুমি জানোনা , তুমি যতো ভাবো আমি ততো ভালোনা , প্রতিবেশী এতো ভেবোনা , তুমি শুয়ে পড়ো বেশি রাত জেগোনা.. প্রতিবেশী তুমি জানোনা , তুমি যতো ভাবো আমি ততো ভালোনা , প্রতিবেশী এতো ভেবোনা , তুমি শু...

Khela Shesh Song Lyrics (Male) | Highway

Khela Shesh Song Lyrics (Male) | Highway | Koel Mallick | Parambrata Chatterjee | Arijit Singh | Anupam Roy Khela Shesh Song Lyrics: খেলা শেষ, কত চিঠি লেখা ফিরে এল না | এই বেশ, একই পথ দিয়ে ফেরা হল না | ঘুম শেষ, দুরে ফুটেছিল আলো, তুমি ভালোবাসো বলে | ঢেউ নেই, স্রোত নেই, গতি নেই, থেমে গেলে ক্ষতি নেই, কণ্ঠে আকুতি নেই | আগুনের তাপে রোদ পোড়ে পিঠ, ঠোঁটে হাসি টেনে যেই, তুমি ঘুরে তাকাতেই | হাতে রাখা আছে, পুরনো কবিতা, ছবিটা সরালেই খেলা শেষ | অথবা দুপাশে ঝরে গেছে কত, দিন ছুটি হয়ে গেলে খেলা শেষ | ছাদ নেই, শুয়ে আছি কতকাল, এ দু'চোখে নেশা নেই, রং-এ মেলামেশা নেই | গোলাকার পৃথিবীর মাঝখানে জমে আছে অভিমান, শুনে যেতে হবে গান | হাতে রাখা আছে, সময়ের কাঁটা, কিছুটা এগোলেই খেলা শেষ | মনে আছে কত লুকিয়ে রেখেছি, ছুঁয়ে থাকা ফুরোলেই খেলা শেষ | Khela Shesh Song Lyrics in English: Khela sesh koto chithi lekha phire elo na ei besh aki poth beye fera holo na Khela sesh koto chithi lekha phire elo na ei besh aki poth beye fera holo na ghum sesh dure ...

Du Mutho Bikel Song Lyrics - দু'মুঠো বিকেল l Video Song l Debi l Anupam l Jaya l Animesh l Chanchal l Jaaz

Du Mutho Bikel Song Lyrics - দু'মুঠো বিকেল ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি , আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলেমানুষী তুলি দিয়ে আঁকছি। তোমায় ছোঁবে বলে, আদর করবে বলে, উড়ে উড়ে আসে এলোমেলো কিছু গান, ডেকে যায় তোমার আঁচল ধরে। তুমি ছুঁলে জল আমি বৃত্ত হয়ে থাকছি, দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি। তোমার নিশানাতে, আমার এ হওয়াতে, উড়ে উড়ে আসে গুঁড়ো গুঁড়ো কিছু নীল, ঢেকে যায় তোমার আকাশ জুড়ে। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি , আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলেমানুষী তুলি দিয়ে আঁকছি। ][ সমাপ্ত ][     [English] Kromosho E Golpe Aro Pata Jurey nicchi, Du'mutho Bikel Jodi Chao Chhurey Dicchi... Aro KIchukkhon Jogajog Dhore Rakhchi, Angule Angul Jeno Vul Kore Dakchi, E Chhelemanushi Tuli Diye Akchi... Tomay Chhobe Bole, Ador Korbe bole, Ure Urey Ashey, Elomelo Kichu Gaan, Dekey Jay Tomar Achol Dhore... Tumi Chhuley Jol, ...

Kolkata Song Lyrics | Praktan | Anupam | Shreya

Kolkata Song Lyrics কলকাতা লিরিক্স  | Praktan | Anupam | Shreya I Prasenjit I Rituparna | Superhir Bangla gaan Kolkata Song Lyrics: শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম কখনও নেমে আসে অচেনা প্যারাসুট তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট  শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম কখনও নেমে আসে অচেনা প্যারাসুট তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট  কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনেবাদাম  ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনেবাদাম  চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম কখনও নেমে আসে অচেনা প্যারাসুট তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। খুঁজে দিতে না পারলে আড়ি, আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি  খুঁজ...