Mar 2, 2020

Dogdoge Itihasher Ghaa Lyrics - দগদগে ইতিহাসের ঘা | Rupam Islam

Dogdoge Itihasher Ghaa Lyrics - দগদগে ইতিহাসের ঘা | Rupam Islam


ধেয়েএলো কোথাথেকে
কোন ঘাঁটি থেকে নেমে এলো
মানুষ খুনের পরোয়ানা
বোলো কো-থেকে ওরা পেলো ?
এতো ঘৃণা রাখা কোন দেশে ?
কোন পোকা চোষে কোন দেহ?
এসোমাতৃকা ভালোবেসে
চলে  IT SELL - এর সন্দেহ
অবিশ্বাস এর খাস্তাসাদ
ধর্ম রক্তে চুবিয়ে খাও
রক্ত রোমাঞ্চ সংবাদ
যুদ্ধ নোটিস-এ টানিয়ে দাও
যুদ্ধ যাদের হাতের পাঁচ
মানুষে মানুষে  হানা হানি
এটাই  ওদের খুড়োর কল
এভাবে বেচছে শয়তানি

রুখে দাঁড়াচ্ছে কথা থেকে
ওরা বাচাচ্ছে প্রতিবেশী
এইতো আমার দেশের ধাঁচ
এখানে প্রেমের, দামি বেশি
ধর্ম বাওয়াল।.... গুলিয়ে দে ....
ভুখা জনতার পেটের টান
কর্মখালির খোজ নিও
ঠোঁটেতুলে বেঁচে থাকার গান
না না না না। ................

তবু কারো দেরি হয়ে গেলো
আগুনে পুড়লো বৃদ্ধা মা
আসলে পুড়লো দেশের মান
আসলে পুড়লো সভ্যতা
তবু বড় দেরি হয়ে গেলো
বোবা হয়ে গেলো মুখরতা
আসলে খুন হলো দেশের মান
খুন হয়েগেলো মানবতা
দগদগে.. ইতিহাসের ঘা। ...

Dogdoge Itihasher Ghaa Lyrics Credits:
Song: Dogdoge Itihasher Ghaa
Written, Composed & Sung by Rupam Islam
Music Arranged by Shibasish Banerjee
Recorded, Mixed & Mastered by Prasenjit ’Pom’ Chakrabutty at Working Class Zero
#DogdogeItihasherGhaa Logo by Avishek Bhattacharya

Direction, Cinematography and Edit: Samik Roy Choudhury
Assistant Editor: Prosenjit Koley
Actors: Akansha Chatterjee, Rivu Mahapatra, Sk taj, Joyita Adhikary, Priyom Ghosh, Gargi Nandy, Arka das

Production Team: Bishal Dutta, Jeet Das, Shubhadip Das, Arpan Mukherji, Suhotro Majumder
Subtitle by: Syed Ashfaque Ali, Aditya, Anindya Dasgupta
Special Thanks: Rupsha Dasgupta