Minar Rahman and CD Choice present Minar Rahman's "Khunsuti". This new song features and is sung by Minar Rahman. The music is composed of Minar Rahman and lyrics are penned by Minar Rahman.
vocal, Lyrics, Tune & Composition: Minar Rahman
Music Arrangement: Sajid Sarker
Label: CD Choice
তুমি জোছনা হয়ে একা কোথায় বলো হারিয়ে?
কেন তোমার আমার এতো গল্প-সল্প
আজ হঠাৎ করে কেন হলো সবই অল্প।
দেখো দূরের আকাশ একা কাঁদছে তোমায় ভেবে
আর মেঘের মাঝে শত ভাবনা গুলো ডুবে,
কেনো তোমার চোখে আমার স্মৃতি উড়ে
আজ হঠাৎ মন দিশেহারা ঘুরে ঘুরে।
কেন পারিনা, ভুলতে পারি না আজ তোমাকে?
মেঘেরই ছায়ায়, ফেরারি মায়ায় খুঁজি আমাকে।
আবার দেখা হবে, ফের কথা হবে
খুনসুটি হবে আবার, গল্পরা রবে,
আবার কিছু হাসি, কিছু কান্না
একসাথে হয়ে আবার স্বপ্ন উড়াবে।
আজ শহর জুড়ে নেই কারোর মুখে নেই হাসি
বাতাস জুড়ে অভিমান রাশি রাশি,
তাই তোমার আমার যত গল্প-সল্প
আজ হঠাৎ করে সবই হলো অল্প।
কেন পারি না, ভুলতে পারিনা আজ তোমাকে?
মেঘেরই ছায়ায়, ফেরারি মায়ায় খুঁজি আমাকে।
আবার দেখা হবে, ফের কথা হবে
খুনসুটি হবে আবার, গল্পরা রবে,
আবার কিছু হাসি, কিছু কান্না
একসাথে হয়ে আবার স্বপ্ন উড়াবে।
Khunsuti Song Credits:
Song: Khunsutivocal, Lyrics, Tune & Composition: Minar Rahman
Music Arrangement: Sajid Sarker
Label: CD Choice
Khunsuti Song Lyrics In Bengali :
কেন অবাক হয়ে আমি পথের বাঁকে দাঁড়িয়েতুমি জোছনা হয়ে একা কোথায় বলো হারিয়ে?
কেন তোমার আমার এতো গল্প-সল্প
আজ হঠাৎ করে কেন হলো সবই অল্প।
আর মেঘের মাঝে শত ভাবনা গুলো ডুবে,
কেনো তোমার চোখে আমার স্মৃতি উড়ে
আজ হঠাৎ মন দিশেহারা ঘুরে ঘুরে।
কেন পারিনা, ভুলতে পারি না আজ তোমাকে?
মেঘেরই ছায়ায়, ফেরারি মায়ায় খুঁজি আমাকে।
আবার দেখা হবে, ফের কথা হবে
খুনসুটি হবে আবার, গল্পরা রবে,
আবার কিছু হাসি, কিছু কান্না
একসাথে হয়ে আবার স্বপ্ন উড়াবে।
আজ শহর জুড়ে নেই কারোর মুখে নেই হাসি
বাতাস জুড়ে অভিমান রাশি রাশি,
তাই তোমার আমার যত গল্প-সল্প
আজ হঠাৎ করে সবই হলো অল্প।
কেন পারি না, ভুলতে পারিনা আজ তোমাকে?
মেঘেরই ছায়ায়, ফেরারি মায়ায় খুঁজি আমাকে।
খুনসুটি হবে আবার, গল্পরা রবে,
আবার কিছু হাসি, কিছু কান্না
একসাথে হয়ে আবার স্বপ্ন উড়াবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন