Bondhu Lyrics by Rupak Tiary: Bondhu Song Is Sung by Rupak Tiary . Starring: Srimayee Chatterjee And Rupak Tiary. Bondhu Hobe Naki Lyrics In Bengali Written by Jayanta Roy. Bondhu Credits: Song: Bondhu Vocals & Music: Rupak Tiary Lyrics : Jayanta Roy Guest Composer: Jayanta Roy Music Production & Mix Master: Rupak Tiary Direction: SD Dey DOP: Aditya Paul Edit & Colour: Aditya Paul Bondhu Song Lyrics: প্রিয় তোমাকে এতো ভালোবাসি জানি তুমি আজও নরম অভিমানী। আমি তো জলের রঙে রোজ স্বপ্ন আঁকি খাতায়, তোমার চোখের শ্রাবন ঢাকি কোনো বৃষ্টি রঙের ছাতায়। বন্ধু হবে নাকি যদি বলি তোমাকে? একসাথে যাবে নাকি বহুদূর এই পথে? মনকেমনের এই জোনাকি প্রেম বয়ে আনে তুমি শোনো কি? জলফড়িং এর কথা বোঝ নি কি বলে তোমায় রাজকন্যা? চোখজুড়ে আমার দেখছো তা ভালোবাসা মোড়া এক রাজপ্রাসাদ আলো দিয়ে মেখে রাখি স্বপ্ন-তাজ কেন তুমি বোঝোনা? আমি তো জলের রঙে রোজ স্বপ্ন আঁকি খাতায়, তোমার চোখের শ্রাবন ঢাকি কোনো বৃষ্টি রঙের ছাতা...