বিশ্বজীৎ বণিক
দুপুর বেলা সঙ্গোপনেকাব্যিক মন ছুঁতে চায় মূহুর্ত, ক্লাসটা ইলেভেন তথাকথিত ভালোবাসার আদলে তুমি । যেদিন বৃষ্টি হয়ে ভিজিয়ে দিয়েছিলে আমাকে। সেদিন আমার প্রথম কাব্য লেখা। তারপর থেকে ক্লেশ মিশ্রিত দিনগুলোরএকমাত্র সঙ্গী ডায়রি। দক্ষিণ পূর্ব কোনের জানালাটা আমার বড্ড প্রিয়, ওখান থেকেই দেখি আমি বাংলার রূপ। তরুলতা কেমনকরে বেয়ে চলে বাধা না মেনে? কেমনকরে শ্রাবনের ধারায় পৃথিবী স্নান করে পরিস্কার হয়ে ওঠে? কেমনকরে রামধনু বৃষ্টির পর গগন মাঝে । তালগাছটি তে বাবুই কেমনে নিখুদ বাসা বুনেছে।ফড়িং খেলে কচুরিপানায়; কোকিল গান গেয়ে চলে যায়; কিচিরমিচির চুড়ুইর বাচ্চা গুলোফটকের কোনে; এসব দেখতে দেখতে ঘোর লেগে যায়--অদ্ভুত ভালোলাগা পেয়ে বসে।অনন্ত সময় বয়ে যায়।