সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

|| অলৌকিক ভিখারি || || Miracle beggar ||

Song Lyrics Reviewed by MOHAN SADHUKHAN on May 12 2019 Rating: 5 অলৌকিক ভিখারি  চন্ডী ভট্টাচার্য  একটা এবড়ো খেবড়ো রাস্তার ধার ঘেঁষে  দাড়িয়ে রয়েছে  অদ্ভুত এক ভিখারি । তার একটামাএ চোখ, একটাই মোটে হাত সেই চোখটাতে দৃষ্টিও নেই  অথচ সে যেন সমগ্রভাবে দেখতে পাচ্ছে  পৃথিবীর সবকিছু । পৃথিবীকে দেখতে দেখতে  মাঝে মাঝে আকাশের দিকে তার  হাতটা বাড়িয়ে দিয়ে বলছে-আলো দাও। ভিখারিটির  শুধু  গলিতে রোদ্দুরের কৌপীন বেহিসাবি গায়ে উওরীয় তার কাল্পনিক দুটি বাহু কিন্তু কীভাবে সে সবকিছু দেখছে এবং কার কাছে , কেন চাইছে , নিজেই জানে না তবুও চাইছে , কারন- আলোর ভিতরে আরেকটা আলো যে থাকে সেটুকু সে ঠিকই বুঝেছে। Miracle beggar Chandi Bhattacharya A cramped road is worth a lot Standing A strange beggar. Its one-eyed eyes, one hand only There is no vision in the eye But he should see it as a whole Everything in the world See the world Sometimes his towards the sky ...

সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ

SEE THE IMAGE সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ  সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ,  হঠাৎ হঠাৎ ঝোর হাওয়ায় বিশ্ব উলটপালট । কবেই হারিয়েছি শৈশবে ফড়িং খেলার দিন,  স্মৃতির পটে ছবি পষ্ট ভাসে আজও,  রাত্রি জাগরণে সন্ধানী দু চোখ,  বিছানায় চিন্তামগ্ন ঘোর অন্ধকারে ,  চাঁদটা দেয় সঙ্গ আমায় । ক্রমবিকাশ প্রতিনিয়ত মন ভাবনায় নতুনত্ব,  মেলে দিয়ে ইচ্ছে ডানা ছুঁতে চায় আকাশ,  পাল্টে যাওয়ার খুব দরকার বর্তমান,  তবুও যাচ্ছে না কিছুতেই । তবে অদূর থেকে প্রতিদিন ক্ষনে ক্ষনে  আমাকে হাতছানি দিয়ে ডাকে কে সে?                                           বিশ্বজীৎ বণিক

|| শেষ সত্য || || Last truth ||

শেষ সত্য কবিতা  Last truth Poem কোথাও প্রস্তুতি তুঙ্গে কোথাও সর্বাঙ্গে তাপ্তি মারা মেঘ কোথাও আলোর মেলা কোথাও বন্ধুর বিহ্বল আবেগ কোথায় এবার রাস্তা কোথায় হাঁটবে ঘিঞ্জি চোরা গলি কোথায় আবার স্বপ্ন কোথায় হঠাৎ অদৃশ্য, পাগল -ই - জানেন, কোথায় আছে জুন মাস আর দিব্য পরাজয়, স্লোলি স্লোলি লিখবো না আর লিখছে এবার ধুলোমাখা , গেরস্থলি - সন্ধ্যার  পাগল কিছু নেটিভ আমরা মরচে  ধরা , ছিঃ     হে জীবন , শিখার মতন দ্যাখো আঙুল তুলেছি ! মনোজ মাঝি