ভালোবাসা | Bhalobasa
পায়েল দাসগুপ্ত
ভালোবাসা কি?
তুমি বলবে ভালোবাসা হল--
একে অপরের উপর গভীর বিশ্বাস
কিংবা একসাথে পায়ে পা মিলিয়ে
সারাজীবন পথচলা ।
শুধুই কি তাই?
ভালোবাসা শব্দের অর্থ কী
গ্রত্যিই এতটুকুই?
কুঁড়ে ঘরে থাকা সেই দম্পতিকে প্রশ্ন করো
ভালোবাসা কি?
ভালোবাসা মানে তাদের কাছে
এই ছোট্ট ঘরে তোমার আমার
সোনার সংসার
হয়তো অর্থের প্রাচুর্য নেই
নেই ঐশ্বর্য্যের বিলাসিতা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন