সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

| তোর এক কথায় গানের কথা | Tor Ek Kothaye lyrics |

Tor Ek Kothaye | Besh Korechi Prem Korechi | Koel | Jeet | Arijit Singh | Jeet Gannguli | Tor Ek Kothaye lyrics



নাম জানিনা তোর আর রাত জানিনা ভোর ।
মন যায়রে চলে যায় প্রেম জানিয়ে।
হাল মেলাবি আয় দিনকাল মেলাবি আয়
মন ফিরবে নারে আজ তোকে না নিয়ে।
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজী।
তোর ইশারায় আমি মরে যেতেও রাজী।
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজী।
তোর ইশারায় আমি মরে যেতেও রাজী।
কিছুটা সায় দিয়ে যা তুই আলো আমায় দিয়ে যা তুই ।
পরিনা থাকতে একা আজ কোন উপায় দিয়ে যা তুই ।
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজী।
তোর ইশারায় আমি মরে যেতেও রাজী।
জানা শোনা নেই অজান্তেই এসেছে অন্য কে।
আমাকে মনের অরন্যে ঠিকানা চিনতে দে।
জানা শোনা নেই অজান্তেই এসেছে অন্য কে।
আমাকে মনের অরন্যে ঠিকানা চিনতে দে।
আর কি বোঝাবো বল
বলছে ফুলের দল তুই আমারি।
আর কি কারন চাস বলছে বন্ধু বাতাস 
তুই আমারি--
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজী।
তোর ইশারায় আমি মরে যেতেও রাজী।
বারাবরি মন জ্বালাতন করেছে যখনই 
আমি কোন আর চেষ্টার সিমানা রাখিনি।
বারাবরি মন জ্বালাতন করেছে যখনই 
আমি কোন আর চেষ্টার সিমানা রাখিনি।
ও আর কি বোঝাবো বল বলছে ফুলের দল
তুই আমারি
আর কি কারন চাস বলছে বন্ধু বাতাস 
তুই আমারি।
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজী।
তোর ইশারায় আমি মরে যেতেও রাজী।
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজী।
তোর ইশারায় আমি মরে যেতেও রাজী।

ENGLISH

Naam jani na tor
Ar raat janina bhor
Mon jay re chole jay
Prem janiye
Haal melabi aye
Dinkal melabi aye
Mon phirbe na re aaj
Toke na niye
Tor ek kothay ami rakhbo hajar baaji
Tor isharay ami more jeteo raaji
Tor ek kothay ami rakhbo hajar baaji
Tor isharay ami more jeteo raaji
Kichuta shay diye ja tui
Alo amay diye ja tui
Pari na thakte eka aar
Kono upay diye ja tui.
Tor ek kothay ami rakhbo hajar baaji
Tor isharay ami more jeteo raaji...
Janashona nei ojantey eseche onnyo ke
Amake moner oronney thikana chinte de
Janashona nei ojantey eseche onnyo ke
Amake moner oronney thikana chinte de
Aar ki bojhabo bol?
Bolche fuler dol
Tui amari.
Hm. Ar ki karon chas?
Bolche bondhu batash
Tui aamari.
Tor ek kothaye ami rakhbo hajar baji
Tor esharay ami more jeteo raji...
Barabari mon jalaton koreche jokhoni
Ami kono ar chestar shimana rakhini
Barabari mon jalaton koreche jokhoni
Ami kono ar chestar shimana rakhini
Oo ar ki bojhabo bol?
Bolche fuler dol
Tui amari.
Aar ki karon chas?
Bolche bondhu batash
Tui amari...
Tor ek kothay ami rakhbo hajar baaji
Tor isharay ami more jeteo raaji
Tor ek kothay ami rakhbo hajar baaji
Tor isharay ami more jeteo raaji

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Jani Pabona Lyrics, Imran | Shithee

Jani Pabona Song Is Sung by Imran And Shithee Sarker. Starring: Imran Mahmudul And Nadia Mim. Music Composed by Imran And Peye Haralam Debe Ke Daam Lyrics In Bengali Written by Snahashish Ghosh. Jani Pabona Song Credits: Song: Jani Pabona Singer: Imran & Shithee Sarker Lyrics: Snahashish Ghosh Tune & Music: Imran Mahmudul Director: Saikat Reza Dop: Bikash Saha Edit: Rejaul Raju Label: Central Music and Video [CMV] Jani Pabona Song Lyrics: পেয়ে হারালাম দেবে কে দাম ভেঙে যাওয়া এই ভালোবাসার, থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার, আর কি কখনো একফোঁটা স্বপ্ন সাহসটা পাবো দেখার জন্য, জানি পাবোনা, জানি পাবোনা। পেয়ে হারালাম দেবে কে দাম ভেঙে যাওয়া এই ভালোবাসার, থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।। চলতে গিয়ে পথে যদি আবার দেখা হয়ে যায় তোমার আমার, মুখ ফিরিয়ে চলে যাবে জানি হয়তো পাশে থাকবে কেউ আর, তোমাকে ছোঁয়ার আর অধিকার জানি পাবোনা, জানি পাবোনা। পেয়ে হারালাম দেবে কে দাম ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার, থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়...

গিলোই বা গুলঞ্চ এর উপকার ও ব্যবহার | Benefits and uses of Giloi or Gulach

গিলই গাছের পাতা এবং এর আয়ুর্বেদিক গুণ গিলই বা গুলঞ্চের উপকারিতা, ব্যবহার ও আয়ুর্বেদিক গুণ গিলই বা গুলঞ্চ একটি আয়ুর্বেদিক মহৌষধ, যা প্রাচীনকাল থেকে রোগ প্রতিরোধ, জ্বর নিরাময়, এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নতিতে ব্যবহৃত হয়। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউন-বুস্টিং গুণ এটিকে বিশেষ করে। এই পোস্টে আমরা গিলইয়ের উপকারিতা এবং ব্যবহার পদ্ধতি বিস্তারিত জানব। গিলইয়ের আয়ুর্বেদিক উপকারিতা রক্তস্বল্পতা দূর করে: গিলই রক্ত উৎপাদনে সহায়তা করে এবং অ্যানিমিয়া দূর করে। প্লীহার স্বাস্থ্য: প্লীহার রোগ নিরাময়ে গিলই অত্যন্ত উপকারী। পেটের সমস্যা: হজম সমস্যা, কোষ্ঠকাঠিন্য, এবং পেটের রোগে গিলই কার্যকর। চোখের দৃষ্টিশক্তি: গিলই দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক। জ্বর নিরাময়: ডেঙ্গু, ম্যালেরিয়া, বা বারবার জ্বর নিরাময়ে গিলই রামবাণ। লিভার ও ডায়াবেটিস: লিভারের স্বাস্থ্য এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। গিলইয়ের রস তৈরির প্রক্রিয়া গিলই কীভাবে ব্যবহার করবেন? রক্তাল্পতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিদিন সকালে ও বিকালে ১-...

গ্রীষ্মকাল চামড়ার ট্যান দূর করার সহজ উপায় | Natural way to remove tan

গ্রীষ্মকালে চামড়ার ট্যান দূর করার সহজ উপায় ট্যান দূর করতে প্রাকৃতিক উপায় গ্রীষ্মকাল শুরু হতে চলেছে এবং দেশের অনেক অংশেই গরমের আরম্ভ হয়ে গিয়েছে। প্রচণ্ড রোদে থাকার ফলে চামড়ার ওপর সবচেয়ে খারাপ প্রভাব পড়ে। রোদে থাকার কারণে চামড়ার কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং এর ফলে চামড়ায় ট্যান পড়ে। মুখের ওপর এই কালো দাগগুলি আমাদের সৌন্দর্য নষ্ট করে দেয়। এগুলি দূর করতে কস্মেটিক্স ব্যবহার করার চেয়ে প্রাকৃতিক ও গৃহস্থালির উপায় ব্যবহার করাই ভাল। দই এবং টমেটোর ফেস প্যাক দই এবং টমেটো চামড়ার ট্যান দূর করতে এবং নতুন কোষ গঠনে সহায়তা করে। দুই চামচ দই এবং এক চামচ টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি চামড়ায় লাগিয়ে 20-25 মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। More Articles on this topic লেবুর রস লেবুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে, যা চামড়ার ট্যান দূর করতে খুব কার্যকর। নিম্বুর এসিড চামড়ায় হওয়া টান দূর করে এবং চামড়ায় উজ্জ্বলতা আনে। নিম্বুর রস কাপড়ের সাহায...