তোমায় ভেবে ভেবে | Tomay Bhebe Bhebe Kobita
তোমায় ভেবে ভেবে
কথা হারানো এই বেলা,
ধেনু ডাকে মাঠে,
ভুলি সকল খেলা;
কথা হারানো এই বেলা,
ধেনু ডাকে মাঠে,
ভুলি সকল খেলা;
অভিমানের মধ্যে আছে
লুকানো যত ভালোবাসা:
তোমার ছোঁয়ায় সবুজ
পেলো খুঁজে ভাষা ।
লুকানো যত ভালোবাসা:
তোমার ছোঁয়ায় সবুজ
পেলো খুঁজে ভাষা ।
পথের ধারে আলোছায়া মাখা
বৃহৎ বটগাছ খানি-
তব গুন দিয়ো, মুছে দিয়ো,
মনের কালিমা গ্লানি ।
বৃহৎ বটগাছ খানি-
তব গুন দিয়ো, মুছে দিয়ো,
মনের কালিমা গ্লানি ।
দেখেছি তোমায় শান্ত
শীতল রূপে সর্বদাই
পাখিরা ফেরে সাঁঝের বেলা
শুধু তুমি নাই ॥
শীতল রূপে সর্বদাই
পাখিরা ফেরে সাঁঝের বেলা
শুধু তুমি নাই ॥
চেয়ে আছি অপলক
দীর্ঘ দিবস রাত্রি,
চিলেকোঠায় একটি তারা
আমার মনের যাত্রী ॥
দীর্ঘ দিবস রাত্রি,
চিলেকোঠায় একটি তারা
আমার মনের যাত্রী ॥
---- বিশ্বজীৎ বণিক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন