সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Majhi Song Lyrics | মাঝি | Tanmay Kar | Bangla Folk Song | Folk Studio | Bangla New Song 2019

Majhi Song Lyrics | মাঝি | Tanmay Kar | Bangla Folk Song মাঝি তুই যাসনে দূরে অনেক দূরে সমুদ্দুরে সমুদ্দুরে  মাঝি তুই যাসনে দূরে অনেক দূরে সমুদ্দুরে সমুদ্দুরে কি হবে নৌকা বেয়ে কি হবে নৌকা বেয়ে  সমুদ্দুরে হারিয়ে জাবি অচিনপুরে  মাঝি তুই যাসনে দূরে অনেক দূরে সমুদ্দুরে সমুদ্দুরে ।। এখানে জীবন বাঁচে স্রোতের টানে  কখনো উজানে বয় কখনো ভাটির টানে  কখনো উজানে বয় কখনো ভাটির টানে  যদিও জীবন যেন বেহুলারি ভেলায় ভাসা  যদিও জীবন যেন বেহুলারি ভেলায় ভাসা  এখানে ভরা ডুবি হলেও .... বেঁচে থাকার আশা  জীবনের মোর গাঙে নাও বেযেজা সুরে সুরে  মাঝি তুই যাসনে দূরে অনেক দূরে সমুদ্দুরে সমুদ্দুরে ।। মাঝি তোর মুখটা দেখি বিষাদ ভারী  মাঝি তোর মুখটা দেখি বিষাদ ভারী মনে কি ইচ্ছা ছিল ? আকুল পাথর দিবি পারি  মনে কি ইচ্ছা ছিল ? আকুল পাথর দিবি পারি  জীবনের পারাবারে হাঙ্গর কুমির গিলতে আসে  জীবনের পারাবারে হাঙ্গর কুমির গিলতে আসে  সর্বনাশের মাথার উপর পা রেখেছিস কিসের আশে  সময়েরই অসময়েই নাও বেয়ে যা সুরে সুরে  মাঝি তুই য...

Bangla New Song 2019 | Pori Tui Hoili Na Amar Song Lyrics | Afran Nisho | Mehazabien | OST of Potongo

Pori Tui Hoili Na Amar Song Lyrics জামদানি শাড়ি , দিতে কি বল পারি নাই বা দিলাম মোটা সোনার হার , পরী তুই হইলি না আমার , পরী তুই হইলি না আমার। মুখ টা যে তোর ভারি , কেন করিস আড়ি আড়ি তোর খুশি ছাড়া চাইনা কিছুই আর পরী তুই হইলি না আমার , পরী তুই হইলি না আমার। ও লক্ষী বিবি , আমার কলিজায় তোর বাস তোর জন্য মন ফেরারি কত বছর মাস। পেলে তোরে দেব কিনে দামি শাড়ি গয়না , পরী তুই চোখেই হারাস যেন চোখের আয়না। জামদানি শাড়ি , দিতে কি বল পারি নাই বা দিলাম মোটা সোনার হার , পরী তুই হইলি না আমার , পরী তুই হইলি না আমার।.. [English] Jamdani shari dite ki bol pari Nai ba dilam mota sonar haar Pori tui hoilina amar Pori tui hoilina amar Mukta je tor bhari Keno koris ari ari Tor khushi chara chaina kichui aar Pori tui hoili na amar Pori tui hoili na amar O laxmi bibi, Aamar kolijay tomar bas Tor jonno mon ferari Koto bochor mas. Pele tore debo kina Dami shari goyna, Pori tui chokhei saras Jeno chokher aayna. Jamdani shari, dite k...

MEGH BOLECHHE JABO JABO SONG LYRICS মেঘ বলেছে 'যাব যাব

MEGH BOLECHHE JABO JABO SONG LYRICS মেঘ বলেছে 'যাব যাব মেঘ বলেছে 'যাব যাব', মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই', সাগর বলে 'কূল মিলেছে আমি তো আর নাই' ॥ মেঘ বলেছে 'যাব যাব' রাত বলেছে 'যাই', সাগর বলে 'কূল মিলেছে আমি তো আর নাই' ॥ মেঘ বলেছে 'যাব যাব'|| দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে', দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে', আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই' ॥ মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই'|| ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা', গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'। ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা', গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'। প্রেম বলে যে 'যুগে যুগে তোমার লাগি আছি জেগে', প্রেম বলে যে 'যুগে যুগে তোমার লাগি আছি জেগে', মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই' ॥ সাগর বলে 'কূল মিলেছে আমি তো আর নাই' ॥ মেঘ বলেছে 'যাব যাব' MEGH BOLECHHE JABO...

Barir Kache Arshinagar Lyrics

Aarshinagar Song Credit: Song : Barir Kache Arshi Nagar Lyricist : Fakir Lalon Shah Singer : Sahana Bajpaie Arranged by : Samantak Sinha Aarshinagar Lyrics - Sahana Bajpaie vs KhiyoBand: আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির কাছে আরশী নগর [একঘর] সেথা পড়শী বসত করে- আমি একদিনও না দেখিলাম তারে ।। বাড়ির কাছে আরশী নগর [একঘর] সেথা পড়শী বসত করে- আমি একদিনও না দেখিলাম তারে গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে, গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে, বাঞ্ছা করি দেখব তারে বাঞ্ছা করি দেখব তারে [আমি] কেমন সেথা যাই রে ।। আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির কাছে আরশী নগর [একঘর] সেথা পড়শী বসত করে- আমি একদিনও না দেখিলাম তারে ।। কি বলব পড়শীর কথা, হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে কি বলব পড়শীর কথা, হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক থাকে শূন্যের উপর  [ওসে] ক্ষণেক ভাসে নীরে ।। আমি একদিনও না দেখিলাম তারে ।। পড়শী যদি আমায় ছুতো, যম যাতনা সকল যেত দূরে । পড়শী যদি আমায় ছুতো, যম যাতনা সকল যেত দূরে । সে আর লালন একখানে রয়- সে...

Ami Tor Hobo Bole Song Lyrics | আমি তোর হবো বলে লিরিক্স | Mahtim Shakib | Robiul Islam Jibon | Official Music Video | Bangla New Song 2019

Ami Tor Hobo Bole Song Lyrics | আমি তোর হবো বলে লিরিক্স | Mahtim Shakib | Robiul Islam Jibon | Official Music Video | Bangla New Song 2019 Ami Tor Hobo Bole Song Lyrics: আমি তোর হবো বলে এতো কিছু করি বার বার ভেঙে ভেঙে নিজেকে গড়ি। বুঝলিনা মন কভু, আশায় থাকি তবু.. স্বপ্নের জ্বালাতনে রোজ মরি মরি, আমি তোর হবো বলে এতো কিছু করি, আমি তোর হবো বলে এতো কিছু করি। মন খারাপের গানে যাই ডুবে যাই তবুও তোর নামে গল্প সাজাই। মন খারাপের গানে যাই ডুবে যাই তবুও তোর নামে গল্প সাজাই। অনুভবে চুপি চুপি, তোরই হাত ধরি, আমি তোর হবো বলে এতো কিছু করি, আমি তোর হবো বলে এতো কিছু করি। সব হারানোর ব্যেথা যাই ভুলে যাই হৃদয়ের দাম দিয়ে তোকে যে চাই। সব হারানোর ব্যেথা যাই ভুলে যাই হৃদয়ের দাম দিয়ে তোকে যে চাই। ছায়া ঘরে বসে একা তোরই নাম পরি আমি তোর হবো বলে এতো কিছু করি, আমি তোর হব বলে এতো কিছু করি। আমি তোর হবো বলে এতো কিছু করি বার বার ভেঙে ভেঙে নিজেকে গড়ি। বুঝলিনা মন কভু, আশায় থাকি তবু.. স্বপ্নের জ্বালাতনে রোজ মরি মরি, আমি তোর হবো বলে এতো কিছু করি, আমি তোর হবো বলে এতো কিছু করি। Ami Tor Hobo...

Bhalo Lagar Hawa Lyrics | ভালোলাগার হাওয়া লিরিক্স | Abir Biswas | Jovan | Tanjin Tisha | Monoj | Piran Khan | Bangla New Drama 2019

Bhalo Lagar Hawa Lyrics ( ভালোলাগার হাওয়া  লিরিক্স ) Valo Lagar Hawa Lyrics ( ভালোলাগার হাওয়া  লিরিক্স ) মনের পুরোটা জুড়ে যেন তুলো মেঘের আনাগোনা, চোখের ভিতর গভীর কোনো অদেখা এ স্বপ্ন বোনা। ভীষণ এক ভালো লাগার হাওয়া, আ হা.. কেমন যেন যাচ্ছে ছুঁয়ে হৃদয়, ও হো.. এই বুঝি কিছু হোতে পারে আমার.. মন লিখে ফেলে সহজ পরিচয়, হো হো। ভীষণ এক ভালো লাগার হাওয়া, আ হা.. কেমন যেন ছুঁয়ে যাচ্ছে হৃদয়, এ হৃদয় এই বুঝি কিছু হতে পারে আমার.. মন লিখে ফেলে সহজ পরিচয়, পরিচয়। জানলার ওপাশে চেনা ওই পৃথিবী এঁকে যায় যেভাবে মন জানে সবই, ঠিক সেভাবে মন চিনে ফেলে, রং খুঁজে পায় কথার মন হয় কবি। ভীষণ এক ভালো লাগার হাওয়া, আ .. কেমন যেন যাচ্ছে ছুঁয়ে হৃদয়, ও হো.. এই বুঝি কিছু হোতে পারে আমার.. মন লিখে ফেলে সহজ পরিচয়, হো হো। ভীষণ এক ভালো লাগার হাওয়া, আ .. কেমন যেন যাচ্ছে ছুঁয়ে হৃদয়, ও হো.. এই বুঝি কিছু হোতে পারে আমার.. মন লিখে ফেলে সহজ পরিচয়, হো হো। Bhalo Lagar Hawa Lyrics In English: Moner purota jure jeno Tulo megher aanagona Chokher vitor gobhir kono Odekha e shopno b...

Bondhu Aay Song Lyrics ( বন্ধু আয় ) ft. Wrong Tuli Band | Folk Studio | Bangla New Song 2019

Bondhu Aay   Song Lyrics   ( বন্ধু আয় লিরিক্স  )   রাস্তা দিয়ে হাঁটি , ধুলো কাদা মাটি রাস্তা দিয়ে হাঁটি , ধুলো কাদা মাটি আকাশ দিয়া উড়ি , বন বন বন ঘুড়ি আকাশ দিয়া উড়ি , বন বন বন ঘুড়ি ঝপাং পড়ি জলে ডুবেই চলি তবে ঝপাং পড়ি জলে ডুবেই চলি তবে কই গেলা তুই বন্ধু আমি তোরে না পাই খুঁজে , জংলা নদীর ধারে গিয়া কইলাম চোখ বুজে, কই গেলা তুই বন্ধু আমি তোরে না পাই খুঁজে , জংলা নদীর ধারে গিয়া কইলাম চোখ বুজে, আআয় আয় আয় আয় বন্ধু আয়আয় আয় আআয় আয় আয় আয় বন্ধু আয়আয় আয় তুই আমি তো নক্সী কাঁথা উথাল পাথাল নেশা, তুই আমি তো চন্দ্র সূর্য অগাধ ভালোবাসা , তুই আমি তো নক্সী কাঁথা উথাল পাথাল নেশা, তুই আমি তো চন্দ্র সূর্য অগাধ ভালোবাসা , তুই আমি তো নক্সী কাঁথা উথাল পাথাল নেশা, তুই আমি তো চন্দ্র সূর্য অগাধ ভালোবাসা , তোরে আমি ভালোবাসি নিজের জনের থেকেও বেশি তাইতো বলি বন্ধু তুই না ছাইড়া যাস মোর , কই গেলা তুই বন্ধু আমি তোরে না পাই খুঁজে , জংলা নদীর ধারে গিয়া কইলাম চোখ বুজে, কই গেলা তুই বন্ধু আমি তোরে না পাই খুঁজে , জংলা নদীর ধারে গিয়া কইলাম চোখ বুজে, আআয় আয় আয় আয় ...

Chupi Chupi Mon Song Lyrics | Love Story | Bonny Sengupta | Rittika Sen | Raj Barman | Prashmita | Savvy

Chupi Chupi Mon Song Lyrics | Love Story  #LoveStory #ChupiChupiMon চুপিচুপি মন , তোরই প্রেমে হারালো কখন , জানি না । চুপিচুপি মন , তোরই প্রেমে হারালো কখন , জানি না । তুই ছাড়া কে আছে বল , রোজের এই দিন গোনা । নিয়ে চল আমাকে , দেখ খুশিরা দেয় ইশারা । মনে স্বপ্ন বুনি আনকোরা । আজ ইচ্ছেরা পাগলপারা । ছুঁড়ে দে , হাওয়ায় হাওয়ায় তোর নাম । আনমনে , বেহিসেবী ইচ্ছে পাঠালাম । নিয়ে চল আমাকে , দেখ খুশিরা দেয় ইশারা । মনে স্বপ্ন বুনি আনকোরা , আজ ইচ্ছেরা পাগলপারা । এই মন , হারিয়ে ফেলেছি তোর কাছে । ছবি তোর , এঁকেছি আনাচেকানাচে । নিয়ে চল আমাকে , দেখ খুশিরা দেয় ইশারা । মনে স্বপ্ন বুনি আনকোরা , আজ ইচ্ছেরা পাগলপারা । [English] Chupi Chupi mon , tori preme Haralo kokhon janina. Chupi Chupi mon, tori preme Haralo kokhon janina. Tui chhara ke achhe bol, Rojer ei din gona. Niye chol amake, Daykh khushira dei ishara. Mone swopno buni ankora, Aaj ichhera pagolpara. Chunre dey, Hawai hawai tor naam. Anmone, Behisebi ichhe pathalam. ...

Ki naame deke bolbo tomake Song Lyrics | কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স

Ki naame deke bolbo tomake Song Lyrics | কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স  কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।। পালাতে পারি নি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।। Ki naame deke bolbo tomake Song Lyrics: Ki naame deke bolbo tomake mondo korechhe amake oi duti chokhe.(2) ami je matal haowari moto hoe jete jete paae paae gechhi jorie ki kori bhebe je mori bolbe ki loke? mondo korechhe amake oi duti chokhe. Ki naame deke bolbo tomake mondo korechhe amake oi duti chokhe. palate parini aami je dishahara duti chokh jeno amaye dichche pahara(2) dhora pore gechi aami nijeri kaache janina tomar moneo ki eto prem aache(2) sotyi jodi hoy boluk ja bolchhe ninduke. mo...

Ekai Bhalo Song Lyrics | একাই ভালো লিরিক্স Arko

Ekai Bhalo Song Lyrics | একাই ভালো লিরিক্স  Shantilal O Projapoti Rohoshyo   #EkaiBhalo #ShantilalOProjapotiRohoshyo #Shantilal যেন সারারাত ধরে কাল, জমেছে শিশির । দু এক কণা ঘাসপাতা, চোখের কোলে স্থির । তুমি এখন আলোয়, আলো । এলোমেলো পালকের, ঘুম ভাঙা ডানা । উড়ে গেছে আদরের মিথ্যে বাহানা । বোধহয় আমি, একাই ভালো । আমি বোধহয়, একাই ভালো । খামখেয়ালি স্বপ্নদের, শহরতলীর গল্পদের, না লেখা পাতায়, তোমাকে মানায় । হো....বয়স হলে রূপকথায়, সবাই ভালো থাকতে চাই । একটু না চাওয়ায়, চাইছে আজ আমায় হো.... । দূরে কোনো কারখানার, সকালের ইশারায় । ছোটো ছোটো আস্তানার, ধোঁয়ার ইশারায় । আজব শহর, নেভে জ্বলে । পুরোনো চায়ের দোকান, বন্ধুদের পাড়ায় । খুচরো কিছু অভিমান, টেবিলে গড়ায় । তোমার কথা, সবাই বলে । তোমার কথা, সবাই বলে । খামখেয়ালি স্বপ্নদের, শহরতলীর গল্পদের, না লেখা পাতায়, তোমাকে মানায় । বয়স হলে রূপকথায়, সবাই ভালো থাকতে চাই । একটু না চাওয়ায়, চাইছে আজ আমায় হো.... । পাঁচমিশালি সভ্যতায়, কাউকে খোঁজা শক্ত নয় । হয়তো হারানোয়, তোমাকে...

Churi Jay Song Lyrics - Dwikhondito

Churi Jay Song Lyrics - Dwikhondito | Saswata Chatterjee, Saayoni Ghosh, Anjana Basu & Koushik Kar Churi Jay Song Lyrics In Bengali:  চুরি যায় বেদুইনের রোজ চোরাবালি, বাসে আমি এক বসে পাশের সিটটা খালি। নোন পুকুর ট্রাম ডিপো, নোন ধরা তার দেওয়া। আমার ভালো লাগা তবু বেসামাল হতে চাই আমি তোমার, বন্য ইশারায়। শীতের কুয়াশায় একলা হাঁটি, আমি একা ময়দান করে খুনসুটি। চায়ের মাটির ভাঁড়ে তোমার ঠোঁট, তোমার যাওয়ার পথে খাই যে হোঁচট। হতে চাই আমি তোমার, বন্য ইশারায়। তবু রোজ ভাবি, আশায় থাকি, তোমার সাথে পথ চলা যে বাকি। তোমার হাসিতে পড়ে অযথা যে টোল, আমার ভ্যানিটি ব্যাগে শেষ সম্বল। হতে চাই আমি তোমার, বন্য ইশারায়, হতে চাই আমি তোমার, বন্য ইশারায়। Churi Jay Song Lyrics In English: Churi jay beduiner roj chorabali , Bus e ami eka boshe pasher seat ta khali . Nona pukur trum deepo nona dhora taar deowa . Amar valo laga tobu beshamal Hote chai ami tomar, bonno isharay . Shiter kuashay ekla haati , Ami eka moydan kore khunshuti . Chayer matir bhaare tomar thot , Tom...

Tumio Ki vabo Lyrics | তুমিও কি ভাবো লিরিক্স | Rupak Tiary

Tumio Ki vabo Lyrics তুমিও কি ভাবো লিরিক্স | Rupak Tiary Tumio Ki vabo Lyrics: ওই মায়াজালে পাগল আমি এখনো তোমার চোখে যে মায়া জড়ানো এ মন খুঁজে জলপড়ি নিয়ন রূপকথায় ফিরে ফিরে ভাবি কেন শুধু তোমার কথা তুমিও কি ভাবো আমারকথাই তোমার রূপকথায় খুঁজে খুঁজে ফের কি তুমি আমাকে ঠিক এই ভাবে রোদ একে দেব আকাশে তুমি এলে আমার কাছে ভুল করে কোনো ডাক নামে ডেকে নেবো তোমাকে অকারণে রোজ সভাবে ছুঁয়ে দেব হাততা তোমার আধো আলোর এই রাজপথে হেটে যাবো একসাথে এ মন খুঁজে জলপড়ি নিয়ন রূপকথায় ফিরে ফিরে  ভাবি কেন শুধু তোমার কথা তুমিও কি ভাবো  আমারকথাই তোমার রূপকথায় খুঁজে খুঁজে ফের কি তুমি আমাকে ঠিক এই ভাবে [Tumio ki vabo lyrics in English] Oi maya jale pagol ami akhono Tomar chokhe je maya jorano A mon khuje jolpori nion rup kothay Fire fire vabi kno sudhu tomar rup kotha Tumio ki vabo amarkothai tomar rup kothay Khuje khuje fero ki tmi amake thik ae vabe Rod ake debo akashe tmi ale amar kache Vul kore kono dak name nebo tomake Aokarone roj sovabe chuye deb...

SRIKRISHNO KIRTON LYRICS | ADITI MUNSHI | GOTRO | Latest Bengali film song 2019

SRIKRISHNO KIRTON LYRICS | ADITI MUNSHI  #Janmashthami জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করো কৃপা করুনা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বননালী শ্রী রাধার প্রানধন মুকুন্দ মুরারি হরিনাম বিনেরে ভাই গোবিন্দ নামবিনে  বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রী দাম হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রী দাম যশোদা জননী বলে জাদুবাছাধন যশোদা জননী বলে জাদুবাছাধন অষ্টওর শত নাম নিল নারায়ণ অষ্টওর শত নাম নিল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখালরাজা নাম রাখে ভক্ত শ্রী দাম নন্দেরও নন্দন নাম রাখিল শ্রী নন্দ নন্দেরও নন্দন নাম রাখিল শ্রী নন্দ বৃন্দাদ্যুতি দিলো নাম বৃন্দাবন চন্দ্র নন্দেরও নন্দন নাম রাখিল শ্রী নন্দ বৃন্দাদ্যুতি দিল নাম বৃন্দাবন চন্দ্র দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল অষ্টওর শত নাম নিল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম রাখালরাজা নাম রাখে ভক্ত শ্রী দাম নাম ভজ নাম চিন্ত  নাম করো সার  অনন্ত কৃষ্ণেরও না...

Purano Sei diner Kotha Song Lyrics

Purano Sei Diner Kotha Song Lyrics: পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায় | পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায় | আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়। আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়- বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়- বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়- আবার দেখা যদি  হল, সখা, প্রাণের মাঝে আয়।। Purano Sei Diner Kotha Song Lyrics in English: Purano sei diner katha bhulbi kire haay | O seichhokher dekha, praner katha, se ki bhola jaay | Purano sei diner katha bhulbi kire haay | O seichhokher dekha, praner katha, se ki bhola jaay | Aayaar-ektibar aayre sakha, praner majhe aay | Morasuk...

Amar Aguner Chhai Lyrics

Amar Aguner Chhai Song Lyrics: আমার আগুনের ছাই জমে জমে আমার আগুনের ছাই জমে জমে, কত পাহাড় হয়ে যায়। আমার ফাগুনেরা দিন গোনে গোনে, আর উধাও হয়ে যায়। যত পথের বাধা, সবইতো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন। চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে, কবে রে আসবে সে রোদেলা দিন। টোরি তো কাছে চাই পুরোনো কথা টাই, শুনতে আবার করে ও.. এমনও যদি হয়, মনেরা নদী হয়, ভাসাবো অনেক দূরে.. যত পথের বাধা, সবইতো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন। চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে, কবে রে আসবে সে রোদেলা দিন। ফেরাবো তোকে আর চেনাবো তোকেই, পৃথিবী নতুন করে। মেলাবো তোকে আজ আমার রঙেতেই, বসাবো নতুন সুরে। যত পথের বাধা, সবইতো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন। চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে, কবে রে আসবে সে রোদেলা দিন। Amar Aguner Chhai Song Lyrics in English: Aamar aguner chai jome jome koto pahar hoye jaay Amar fagunera din gone gone aar udhao hoye jay Joto pother badha, sobi to kalo sada Kobe thikana peye hobe rongeen Chena naameri daake ami ki pabo taake...