Majhi Song Lyrics | মাঝি | Tanmay Kar | Bangla Folk Song মাঝি তুই যাসনে দূরে অনেক দূরে সমুদ্দুরে সমুদ্দুরে মাঝি তুই যাসনে দূরে অনেক দূরে সমুদ্দুরে সমুদ্দুরে কি হবে নৌকা বেয়ে কি হবে নৌকা বেয়ে সমুদ্দুরে হারিয়ে জাবি অচিনপুরে মাঝি তুই যাসনে দূরে অনেক দূরে সমুদ্দুরে সমুদ্দুরে ।। এখানে জীবন বাঁচে স্রোতের টানে কখনো উজানে বয় কখনো ভাটির টানে কখনো উজানে বয় কখনো ভাটির টানে যদিও জীবন যেন বেহুলারি ভেলায় ভাসা যদিও জীবন যেন বেহুলারি ভেলায় ভাসা এখানে ভরা ডুবি হলেও .... বেঁচে থাকার আশা জীবনের মোর গাঙে নাও বেযেজা সুরে সুরে মাঝি তুই যাসনে দূরে অনেক দূরে সমুদ্দুরে সমুদ্দুরে ।। মাঝি তোর মুখটা দেখি বিষাদ ভারী মাঝি তোর মুখটা দেখি বিষাদ ভারী মনে কি ইচ্ছা ছিল ? আকুল পাথর দিবি পারি মনে কি ইচ্ছা ছিল ? আকুল পাথর দিবি পারি জীবনের পারাবারে হাঙ্গর কুমির গিলতে আসে জীবনের পারাবারে হাঙ্গর কুমির গিলতে আসে সর্বনাশের মাথার উপর পা রেখেছিস কিসের আশে সময়েরই অসময়েই নাও বেয়ে যা সুরে সুরে মাঝি তুই য...