Bhalobasi Chol Song Lyrics | 17th September | Soham | Arunima | Lagnajita Chakraborty | Savvy | Camellia Prod
নাইবা তোর ঘরে হলো ফেরা তবু চোখে কেনো জল
পথে চলতে দেখা হলে কালো থমকে থামবো অবিকল
ভিজে ঠিক যাবে চোখ মনে হবে ফের রোজি দেখা হোক
তবু অল্প দূরে থেকে ঝুটো ঝগড়া গুলো ঢেকে আমরণ
ভালোবাসি চল, ভালোবাসি চল...., ভালোবাসি চল, ভালোবাসি চল
নাইবা হলো সাথে বেঁচে থাকা হাতে হাত রাখা
তবুওতো রূপকথা বাঁচে মনে মনে একা
ভিজে ঠিক যাবে চোখ মনে হবে ফের রোজি দেখা হোক
তবু অল্প দূরে থেকে ঝুটো ঝগড়া গুলো ঢেকে আমরণ
ভালোবাসি চল, ভালোবাসি চল...., ভালোবাসি চল, ভালোবাসি চল...
ভাবনা আমি অকারণে রেগে দূরে বসে আছি
চাইছি তোকে দূরে দূরে রেখে বোরো কাছাকাছি
ভিজে ঠিক যাবে চোখ মনে হবে ফের রোজি দেখা হোক
তবু অল্প দূরে থেকে ঝুটো ঝগড়া গুলো ঢেকে আমরণ
ভালোবাসি চল, ভালোবাসি চল...., ভালোবাসি চল, ভালোবাসি চল...
Singer: Lagnajita Chakraborty
Music: Savvy
Lyrics: Akash Chakraborty
Programmed & Arranged: Kuntal De
Guitars: Kuntal De
Mixed & Mastered: Subhadeep Mitra
Cast: Soham & Arunima
Production House: Camellia Productions Pvt Ltd
Producer: Rupa Datta
Director: Amitabha Bhattacharyya
Music on Zee Music Company
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন