Mitthe Kotha - মিথ্যে কথা Song Lyrics:
আমার মাথা, আবার ব্যথা
শুনছে না কেউ মনের কথা ....
সারারাত, ঘুম নেয়
জেগে জেগে স্বপ্ন দেখি ...
দেখলে হাসি, তোমার ঠোঁটে
আমার মনে কি যে ঝড় ওঠে
তুমি জানোনা, বোঝোনা
একটু ফিরে দেখোনা
তুমি আমাকে ...
ভালোবেসে ফেলো নীরবে ....
তুমি বললেই চাঁদটা এনে দেবো
তুমি চাইলেই সিগারেট ছেড়ে দেবো
আমাকে
ভালোবেসে ফেলো নীরবে ....
তুমি বললেই চাঁদটা এনে দেবো
তুমি চাইলেই Facebook ছেড়ে দেবো
রোজ বিকেলে ঘুরতে যাবো দুজনেই .
সময়টা যেন কাটতে চায়না
বলি বলি করে বলা হয়না
ভালোবাসি, তোমাকে,
চেষ্টা করেও যায় না বলা
তোমার চুলের হওয়ার দোলায়
আমার মনটা আত্মভোলা
আমি জানিনা, বুঝিনা
এমন কেন হচ্ছে আমার
আমাকে
ভালোবেসে ফেলো গোপনে
তুমি বললেই গান গাওয়া ছেড়ে দেবো
ডিএসএলআর ক্যামেরা ধার নেবো
আমাকে
ভালোবেসে ফেলো গোপনে
তুমি চাইলেই ভোরবেলা ভাত খাবো
মিথ্যা বলা একদম ছেড়ে দেব
ঘুরতে গিয়ে ফুঁচকা খাবো
দুজনে ...
তুমি আমাকে ....
ভালোবেসে ফেলো নীরবে ....
তুমি বললেই HEADPHONE ফেলে দেব
PUBG খেলা একদম ছেড়ে দেব
আমাকে
ভালোবেসে ফেলো গোপনে
তুমি চাইলেই 6 PACK করে নেব
বাড়ির সামনে তাজমহল গড়ে দেবো
সব সময় সাথে থাকবো
দুজনে ....
শুনছে না কেউ মনের কথা ....
সারারাত, ঘুম নেয়
জেগে জেগে স্বপ্ন দেখি ...
দেখলে হাসি, তোমার ঠোঁটে
আমার মনে কি যে ঝড় ওঠে
তুমি জানোনা, বোঝোনা
একটু ফিরে দেখোনা
তুমি আমাকে ...
ভালোবেসে ফেলো নীরবে ....
তুমি বললেই চাঁদটা এনে দেবো
তুমি চাইলেই সিগারেট ছেড়ে দেবো
আমাকে
ভালোবেসে ফেলো নীরবে ....
তুমি বললেই চাঁদটা এনে দেবো
তুমি চাইলেই Facebook ছেড়ে দেবো
রোজ বিকেলে ঘুরতে যাবো দুজনেই .
সময়টা যেন কাটতে চায়না
বলি বলি করে বলা হয়না
ভালোবাসি, তোমাকে,
চেষ্টা করেও যায় না বলা
তোমার চুলের হওয়ার দোলায়
আমার মনটা আত্মভোলা
আমি জানিনা, বুঝিনা
এমন কেন হচ্ছে আমার
আমাকে
ভালোবেসে ফেলো গোপনে
তুমি বললেই গান গাওয়া ছেড়ে দেবো
ডিএসএলআর ক্যামেরা ধার নেবো
আমাকে
ভালোবেসে ফেলো গোপনে
তুমি চাইলেই ভোরবেলা ভাত খাবো
মিথ্যা বলা একদম ছেড়ে দেব
ঘুরতে গিয়ে ফুঁচকা খাবো
দুজনে ...
তুমি আমাকে ....
ভালোবেসে ফেলো নীরবে ....
তুমি বললেই HEADPHONE ফেলে দেব
PUBG খেলা একদম ছেড়ে দেব
আমাকে
ভালোবেসে ফেলো গোপনে
তুমি চাইলেই 6 PACK করে নেব
বাড়ির সামনে তাজমহল গড়ে দেবো
সব সময় সাথে থাকবো
দুজনে ....
Mitthe Kotha - মিথ্যে কথা Song Lyrics Credits:
- Cast- Debrup, Tiyasa, Arindam
- Vocal - Maharnab Basu
- Audio production - Cassette Factory
- D.O.P - Firoj Mahammad, Suvojit Halder
- Editing - Maharnab Basu
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন