Elo Barosha Je Sahosha Lyrics:
এলো বরষা যে সহসা মনে তাই
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
গানেরও ধারা মাঝে
প্রানেরও কথা আছে
গানেরও ধারা মাঝে
প্রানেরও কথা আছে
সুর তবু লাগে না যে
কোথা বলো তারে পাই
এলো বরষা যে সহসা মনে তাই
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
মনেরও আকাশে কতো
খুঁজেছি গো তোমায়
মেঘেরও স্তরে স্তরে
রাতেরও তারায় তারায়
মনেরও আকাশে কতো
খুঁজেছি গো তোমায়
মেঘেরও স্তরে স্তরে
রাতেরও তারায় তারায়..
যদি ধরা এ শ্রাবনে
কারো ছোঁয়া সুর আনে
যদি ধরা এ শ্রাবনে
কারো ছোঁয়া সুর আনে
হৃদয়েরও মাঝখানে
রেখে দিতে তারে চাই
এলো বরষা যে সহসা মনে তাই
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম
গান গেয়ে যাই
Lyrics and Composition - Sudhin Dasgupta
Vocal- Pritam Das
Guitar -Sumon Ghosh
Cinematography- Subhojit Mukherjee
Colour Correction -James suraj Barwa
Mixing/Mastering- Suman Ghosh
Arrangement-Taalpatar shepai
Elo Barosha Je Sahosha Lyrics Full Video: