Bolo Piya (Female) | Saat Pake Bandha
Bolo Piya Lyrics:
বলো প্রিয়া বলো বলোনা, কেন করো প্রিয়া ছলনা।।
মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে প্রিয়া তুমি আমার,
সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা।।
বলো প্রিয়া বলো না।
তোমার আশাতে এই পথ চাওয়াতেই আমার ভালো লাগে,
এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে,
হাত বাড়ালে সামনে তুমি এর বেশি চাইনা আমার।
সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা।।
স্বপ্ন আমারি তোমার দুচোখে আমি সাজিয়ে দিলাম,
মনে মনে আমি আমার আমিকে তোমার হাতেই দিলাম,
তোমার চাওয়া কাছে পাওয়া সে তো আমার অধিকার
বলো প্রিয়া বলোনা।।
Bolo Piya Lyrics Credits:
Song:
Bolo Piya (Female)
Film:
Saat Pake Bandha
Director: Sujit Mondal
DOP: Kumud Verma
Starring: Jeet and Koel Mallick
Music: Jeet Gannguli
Singer:
Mahalakshmi Iyer
Lyrics:
Gautam Sushmit
Editor: Rabiranjan Maitra
Screenplay: N.k Salil
Executive Producer: Raju Das
Presenter: Shrikant Mohta and Nispal Singh
Produced by: Shree Venkatesh Films Pvt. Ltd. and Surinder Films Pvt. Ltd. (Surinder Films)
Bolo Piya Lyrics Full Video: