কি কাগজের বাড়ি আর ঠিকানা,
ঢেকে রাখা এক চোখে তার নিশানা।।
সব ফেলে তোর বাজারে আর যাব না।।
কোন পাহাড়ে বৃষ্টি নামে কোন পাহাড়ে থামে,
কোন মানুষের কাছে গেলে উষ্ণ তাপের আচ,
এইবেলা তুই চোখ রাঙাস তোর বারান্দা হাসে,
তোর বিকেলে সোনা ঝরে চারটে বেজে পাঁচ।
রঙিন হতেই পারে তোর বাঁধা ফুল আমায় বিক্রি হওয়া রোদে,
কি কাগজ এর বাড়ির ঠিকানা ঢেকে রাখা
এক চোখে তোর নিশানা বাজারে আর যাব না।।
কোন পাহাড়ে আয়ু কমে কোন পাহাড়ে বাড়ে,
গুমটি ঘরে চুপটি মেঘ সরিয়েছি,
তোর বাজারে কিনতে পাওয়া অস্বীকারের ভাষা
তোর পাঠানো ঝরাপাতা মূল্য ধরে দি
আবার কাগজ বাড়ি ঠিকানা হারায় আমার বিক্রি হওয়া রোদে।।
কি কাগজ এর বাড়ির ঠিকানা ঢেকে রাখা এত নিশানা করে।।
আহা আহা আহা আহা
লালা লালা লালা লালা
এই পেজটি তে যদি আপনার কোনো ভুল নজরে পড়ে তবে তা উল্লেখ করে কমেন্ট বক্সে জানান। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তা সংশোধন করবো। কবিপক্ষ এর এই পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।