যোগ, ধ্যান, আয়ুর্বেদ ও সাত্ত্বিক জীবনের খোঁজে — দিগন্ত কবিপক্ষ বাংলা ভাষায় সহজ সমাধানের পথ দেখায়। আরও জানুন

Ami Montu Pilot Lyrics (মন্টু পাইলট) | Bengali Rap Song | Sourav Das

Ami Montu Pilot (মন্টু পাইলট) | Bengali Rap Song | Saurav Das, Ujjani Mukherjee | hoichoi Ami Montu Pilot Rap Song Lyrics
Ami Montu Pilot (মন্টু পাইলট) | Bengali Rap Song | Saurav Das, Ujjani Mukherjee | hoichoi

Ami Montu Pilot Rap Song Lyrics:


রক্ত দেখে ভয় পাচ্ছো?
ভয় পাওয়ার কি আছে?
এই শহরে এইটুকু লালইতো পড়ে আছে।
বাকি সব পুড়ে গেছে ছেড়া আগুনে,
নিদারুণ সুখ, জেগে ওঠে দাঁত, নখ, বেঁচে ওঠে শ্মশানে।
"মন্টু পাইলট" বুক ভরা আকাশের লাশ নিয়ে নীলকুঠির রাজকুমার।
ঈশ্বর শরীর বিক্রি করে অলিতে গলিতে তাকে চিনে নাও
সে "মন্টু পাইলট"।

জন্ম থেকে খেলা মৃত্যুর দালালি করে চলে বেলা
আকাশে পাতালে মাজাকে চেনালি লোভহবে  চোরামি  হারামে চেলা
নীল আলো তুমি একলা আমি
বাপ্ ভুলে গেছে বেঁচে আছি আমি
চলেছে মা পুড়েছে মা অঙ্গের ওলিতে গলিতে ঘাঁ।
আমি মন্টু পাইলট।

চোখে চোখ রেখে ঠুকে দিতে পারে
আমি মন্টু পাইলট।
পুরো এরোপ্লেইন গুঁজে দেবো তোর
( তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর, তুঁহু মম তাপ ঘুচাও।
মরণ, তু আও রে আও। মরণ, তু আও রে আও।)

আমি রাক্ষস বেঁচে ফেরা বেঁচে ফেরা
কেটেছে মেরেছে যেভাবে পেরেছে।
ঝলসানো আয়না দেখে শরীরটা ছেঁড়া।
সব মেয়ের লাস দিয়ে অতীতটা ঘেরা
নেতা বাবুরা দ্যাখো দেখেন ন্যাংটা করে
রোজ রাতে নাচায় খ্যামটা নাচ।
আমি মন্টু পাইলট।
চোখে চোখ রেখে ঠুকে দিতে পারে
আমি মন্টু পাইলট।
পুরো এরোপ্লেইন গুঁজে দেবো তোর
(তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর, তুঁহু মম তাপ ঘুচাও।
মরণ, তু আও রে আও। মরণ, তু আও রে আও।)

বুক ভরা আকাশের অসীমে
নীল কুঠির রাজকুমার
ঈশ্বরের শরীর বিক্রি করে ওলিতে গলিতে।
তাকে চিনেনিলে
আমি মন্টু পাইলট।

Ami Montu Pilot Rap Song Credits:

Lyricist - Soumit&Debaloy
Composer - Kuntal De,Sourav Das

Ami Montu Pilot Rap Song Full Video:

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
আমরা লক্ষ্য করেছি যে, আপনি আপনার ব্রাউজারে বিজ্ঞাপন-ব্লকার ব্যবহার করছেন।
এই ওয়েবসাইট পরিচালনার খরচ বিজ্ঞাপন থেকেই আসে।
অনুরোধ করছি, আপনার বিজ্ঞাপন-ব্লকারে আমাদের সাইটটি whitelist করে দিন।
×