Ami Montu Pilot Rap Song Lyrics:
রক্ত দেখে ভয় পাচ্ছো?
ভয় পাওয়ার কি আছে?
এই শহরে এইটুকু লালইতো পড়ে আছে।
বাকি সব পুড়ে গেছে ছেড়া আগুনে,
নিদারুণ সুখ, জেগে ওঠে দাঁত, নখ, বেঁচে ওঠে শ্মশানে।
"মন্টু পাইলট" বুক ভরা আকাশের লাশ নিয়ে নীলকুঠির রাজকুমার।
ঈশ্বর শরীর বিক্রি করে অলিতে গলিতে তাকে চিনে নাও
সে "মন্টু পাইলট"।
জন্ম থেকে খেলা মৃত্যুর দালালি করে চলে বেলা
আকাশে পাতালে মাজাকে চেনালি লোভহবে চোরামি হারামে চেলা
নীল আলো তুমি একলা আমি
বাপ্ ভুলে গেছে বেঁচে আছি আমি
চলেছে মা পুড়েছে মা অঙ্গের ওলিতে গলিতে ঘাঁ।
আমি মন্টু পাইলট।
চোখে চোখ রেখে ঠুকে দিতে পারে
আমি মন্টু পাইলট।
পুরো এরোপ্লেইন গুঁজে দেবো তোর
( তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর, তুঁহু মম তাপ ঘুচাও।
মরণ, তু আও রে আও। মরণ, তু আও রে আও।)
কেটেছে মেরেছে যেভাবে পেরেছে।
ঝলসানো আয়না দেখে শরীরটা ছেঁড়া।
সব মেয়ের লাস দিয়ে অতীতটা ঘেরা
নেতা বাবুরা দ্যাখো দেখেন ন্যাংটা করে
রোজ রাতে নাচায় খ্যামটা নাচ।
আমি মন্টু পাইলট।
চোখে চোখ রেখে ঠুকে দিতে পারে
আমি মন্টু পাইলট।
পুরো এরোপ্লেইন গুঁজে দেবো তোর
(তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর, তুঁহু মম তাপ ঘুচাও।
মরণ, তু আও রে আও। মরণ, তু আও রে আও।)
বুক ভরা আকাশের অসীমে
নীল কুঠির রাজকুমার
ঈশ্বরের শরীর বিক্রি করে ওলিতে গলিতে।
তাকে চিনেনিলে
আমি মন্টু পাইলট।