Mon Pakhi Lyrics (মন পাখি ) | Uraan | Srabanti | Shaheb | Aman ( Moksha Band) | Srijato | Joy
সব পোড়ানো আগুনে সে ঝাপ দিতে রাজি।
একটু একটু উদাসীন সে একটু মেজাজি
সব পোড়ানো আগুনে সে ঝাপ দিতে রাজি।
নীল পালকে রক্ত লেখা পাঁচ বিধিয়ে বাঁচতে শেখা
তার নামেই জীবনটা ধরেছি বাজি।
ও মন পাখি ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া কিকরে থাকি। (২x)
একটু জিদ্দি আনমনা সে বেশ বেপরোয়া
ঘারপালানো গল্প গুলো হয়না ঘরোয়া।
একটু জিদ্দি আনমনা সে বেশ বেপরোয়া
ঘারপালানো গল্প গুলো হয়না ঘরোয়া।
এক তুড়িতেই সবটা ফেলে
সক্ষী মেয়েদের রক্ষী ছেলে
ভয় দেখাতে ব্যর্থতাকে লক্ষ তরবার।
ও মন পাখি ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া কিকরে থাকি। (২x)
ডাকছে তাকে জল বারুদে ধকধকে আকাশ
স্বপ্ন গুলো ঝলসে গেলে চোখ খুলে তাকাস।
ডাকছে তাকে জল বারুদে ধকধকে আকাশ
স্বপ্ন গুলো ঝলসে গেলে চোখ খুলে তাকাস।
জন্ম হবে ফের আগুনে ছাই ওড়ানো গল্প শুনে
থাকেনা মানা এই জীবনে সবই তো ঝাকাস।
ও মন পাখি ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া কিকরে থাকি। (৪x)
Mon Pakhi Lyrics:
একটু একটু উদাসীন সে একটু মেজাজিসব পোড়ানো আগুনে সে ঝাপ দিতে রাজি।
একটু একটু উদাসীন সে একটু মেজাজি
সব পোড়ানো আগুনে সে ঝাপ দিতে রাজি।
নীল পালকে রক্ত লেখা পাঁচ বিধিয়ে বাঁচতে শেখা
তার নামেই জীবনটা ধরেছি বাজি।
ও মন পাখি ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া কিকরে থাকি। (২x)
একটু জিদ্দি আনমনা সে বেশ বেপরোয়া
ঘারপালানো গল্প গুলো হয়না ঘরোয়া।
একটু জিদ্দি আনমনা সে বেশ বেপরোয়া
ঘারপালানো গল্প গুলো হয়না ঘরোয়া।
এক তুড়িতেই সবটা ফেলে
সক্ষী মেয়েদের রক্ষী ছেলে
ভয় দেখাতে ব্যর্থতাকে লক্ষ তরবার।
ও মন পাখি ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া কিকরে থাকি। (২x)
স্বপ্ন গুলো ঝলসে গেলে চোখ খুলে তাকাস।
ডাকছে তাকে জল বারুদে ধকধকে আকাশ
স্বপ্ন গুলো ঝলসে গেলে চোখ খুলে তাকাস।
জন্ম হবে ফের আগুনে ছাই ওড়ানো গল্প শুনে
থাকেনা মানা এই জীবনে সবই তো ঝাকাস।
ও মন পাখি ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া কিকরে থাকি। (৪x)
Mon Pakhi Lyrics:
- Song Name: Mon pakhi
- Music: Joy Sarkar
- Lyrics: Srijato
- Track produced and performed by Moksha Band Kolkata
- Vocals: Aman Sethia
- Drums and percussion: Bihu Mukherjee
- Piano and FX: Bihu Mukherjee and Ankana Das
- Backing Vocals: Ankana Das
- Studio session guitarist: Raja Chowdhury
- Recorded by Abhibroto Maitra (BlooperHouse Studios, Kolkata)
- Guitars recorded by Joy Sarkar (Joy Sarkar’s studio, Kolkata)
- Mixed and Mastered by Abhijit Tenny Roy (Junk n Genius, Mumbai)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন