>
যোগ, ধ্যান, আয়ুর্বেদ ও সাত্ত্বিক জীবনের খোঁজে — দিগন্ত কবিপক্ষ বাংলা ভাষায় সহজ সমাধানের পথ দেখায়। আরও জানুন

Phirbe Ghore Meye Amar Lyrics | Bengali Rap | Pratik

Phirbe Ghore Meye Amar Lyrics | Bengali Rap | Pratik | Krish Bose
Phirbe Ghore Meye Amar Lyrics | Bengali Rap | Pratik | Krish Bose | The Bong Studio Originals

নারী মানে স্ত্রী নারী মানে মা নারী মানে আমাদের বোন
তাই তাদের স্থান সবার আগে আর তাদের সাথে অনাচার
হলে নিজেকেই পুরুষ বলতে লজ্জা করে।
শোনো আজ যেটা হকাবরে দেখছো সেটা তোমার সাথেও হতেপারে
তোমার মা বোন অথবা দিদি হতেপারে
জেগে ওঠো নিজেকেও ধর্ষিতা হওয়ার আগে
নাহলে জানোয়ারে দাঁতে ছুরি ও খেতে পারে
মানুষ নয় এরা নার খাদক
ধর্ষণে ধর্ষিতা বাড়ছে রোজ
চোখের সামনে ঘটে তবু যারা চুপ থাকে
ফেসবুকে প্রতিবাদে সব সরব
বাড়ে আঘাত প্রতিবাদ করবে কে ?
ব্যাস্ত খুব তাইতো চুপ সব দেখে
কে পুরুষ কাপুরুষ সব এখানে
নিজেরা ঘাট নিজেরই হাত নেয় ঢেকে।

পোশাকেরই দোষ সব শেষে
ভাজ খাজ দেখাযায় নাকি তিন চার মাসে
তাবু কোনো তিন চার মাসের বাচ্চাদেরও রেপ হয় ?
এসবের ও উত্তর আছে।
কার কাছে?
ধর্ষক রাস্তায় বুক ফোলাচ্ছে আর
ধর্ষিতা লজ্জায় মুখ লোকাচ্ছে।
সমাজ সচেতন কষ্ট পাচ্ছে
সব কিছু জেনে বুঝে পিট্ বাঁচাচ্ছে
নারী দূর্গা দুর্গতি নাশিনী
পরাধীন হতে সেতো এ জগতে আসেনি
কোনো ছুড়ে এসিড মুখ পুড়িয়েছো মুখটা
সেতো তার স্বেচ্ছা সে কোনো ভালো বাসেনি।

বাড়বে চিন্তা বাবা মার্  কখন ফিরবে ঘরে মেয়ে আমার
নাকি কামবিলাসী ভদ্রবেশি মানুষের নোংরামির হাতিয়ার
দৈর্ঘ প্রস্থ কি জামার করেদেবে তার  চরিত্র বিচার
লজ্জা টুকু তারা উপরেনেবে তারা মানুষ রুপি জানোয়ার।
চায়ের আসরে মুখরোচক খাবার
ঠাট্টা খিল্লি চরিত্রের  বিচার
ধর্ষিতা ফের ধর্ষণের শিকার।
লেট করে বাড়িফেরে ছেলেদের সাথে ঘোরে ,
মেয়েটারই দোষ ছোটো  ছোটো ড্রেস পরে।
ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করে,
মেয়েটারই দোষ মেয়েটারই দোষ
দোলেদাও ধর্ষিতা নিজের ইচ্ছাতে সেক্স করে।

মাথাতেই বিষ ভোরে নারীরাই নাকি দেবী
তবে দেবী নিয়েই কেন বেশ্যাবৃত্তি কেচ্ছা সৃষ্টি
কেনো তবে তারিবা দোষ
তোর আত্ম তুষ্টি তার অশ্রুবৃষ্টি
নোংরা দৃষ্টি দিয়েই ফিল করার ছুতো
ভিড় ট্রেনে বাসে কনুইয়ের গুতো।
সুপ্ত বাসনা লুকিয়ে রেখেছো যত ,
তারা অন্তরালে বাড়িয়ে যাচ্ছে ক্ষত।
জেলে পুরছে ঘুমিয়ে থাকলে সরকার
রাস্তাজুড়ে প্রতিবাদও দরকার ,
নিজের ঘরে করলে হবে ধিক্কার
একসাথেইতো তুলতে হবে চিৎকার।
কে চুকাবে ধর্ষিতার কান্না
মিনমিনিয়ে ভিক্কা চাওয়া আর না।
দুর্বিসহ পরিস্থিতির প্রতিকার
নিজেদেরই হাতে তুলেনিতে হবে অধিকার।

পথে ঘাটে বা আমার নিজের ঘরে
কোথায় নিরাপদ আমি ?
চিল শকুনের নোংরা শহর থেকে
নিস্তার চাই আমি।
নজরে নগ্ন আমার শরীর
স্পর্শে জমছে ক্ষত ,
প্রতি পদে গিলে খাওয়া ভয় যত সরিয়ে
বাঁচবো নিজের মতো।

বাড়বে চিন্তা বাবা মার্  কখন ফিরবে ঘরে মেয়ে আমার
নাকি কামবিলাসী ভদ্রবেশি মানুষের নোংরামির হাতিয়ার
দৈর্ঘ প্রস্থ কি জামার করেদেবে তার  চরিত্র বিচার
লজ্জা টুকু তারা উপরেনেবে তারা মানুষ রুপি জানোয়ার।

বাড়বে চিন্তা বাবা মার্  কখন ফিরবে ঘরে মেয়ে আমার
নাকি কামবিলাসী ভদ্রবেশি মানুষের নোংরামির হাতিয়ার
দৈর্ঘ প্রস্থ কি জামার করেদেবে তার  চরিত্র বিচার
লজ্জা টুকু তারা উপরেনেবে তারা মানুষ রুপি জানোয়ার।


Written & Performed: Pratik Kundu.
Additional Voice : Shaoni, Pragya & Hafiza.
Music: Pratik Kundu.
Music Arrangements: Pratik Kundu.
Mix & Master: Dipesh Chakraborty.
Recording Studio: Studio Dhaaron.
Music Label: The Bong Studio.

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
আমরা লক্ষ্য করেছি যে, আপনি আপনার ব্রাউজারে বিজ্ঞাপন-ব্লকার ব্যবহার করছেন।
এই ওয়েবসাইট পরিচালনার খরচ বিজ্ঞাপন থেকেই আসে।
অনুরোধ করছি, আপনার বিজ্ঞাপন-ব্লকারে আমাদের সাইটটি whitelist করে দিন।
×