সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Tobe Lyrics | Minar Rahman

Tobe Lyrics | Minar Rahman


তবে কি তুমি বদলে গিয়েছো?
মেঘেদের ভাঁজে হারিয়ে গিয়েছো?
বলো না, বলো না, বলো না,
বলোনা, বলোনা, বলোনা,
একটা কথা বলো না,
আমায় একটু কাছে ডাকো না।

পাখিদের দল হঠাৎ হারিয়েছে,
নাটাই ছাড়া ঘুড়ি উড়ছে।
শোনো না, শোনো না, শোনো না,
শোনোনা, শোনোনা, শোনোনা,
একটা কথা শোনো না,
আমায় একটু কাছে ডাকো না।

নিখিল আকাশটা জুড়ে,
নিখিল আকাশটা জুড়ে,
উড়ছে শুধু বেদনা,
আহা উড়ছে শুধুই বেদনা।

মিছিল শেষে ঘরে ফিরি নি,
জোছনার বুকে কবিতা লিখি নি,
জানি না, জানি না, জানি না,
জানিনা, জানিনা, জানিনা,
কোথায় পাবো জানি না,
তোমায় কোথায় পাবো জানি না।

বিলীন কোন সবুজ বাগানে,
ঘাস ফুলেরা কোথায় কে জানে।
পারি না, পারি না, পারি না,
পারিনা, পারিনা, পারিনা,
তোমায় ভুলতে পারি না,
কেন তোমায় ভুলতে পারি না।

নিখিল আকাশটা জুড়ে,
নিখিল আকাশটা জুড়ে,
উড়ছে শুধু বেদনা,
আহা উড়ছে শুধুই বেদনা।

নীল খামে মোড়া চিঠির আড়ালে,
তোমার চোখে অশ্রু ঝরে না,
ভালোবাসা হীন ধুসর দেয়ালে,
তোমার বোনা স্বপ্ন হাসে না।

দখিনা হাওয়া আমাকে তো আর ডাকে না,
উড়ু উড়ু মন তোমাকে তো আর খোঁজে না।

তবে কি তুমি বদলে গিয়েছো?
মেঘেদের ভাঁজে হারিয়ে গিয়েছো?
বলো না, বলো না, বলো না,
বলোনা, বলোনা, বলোনা,
একটা কথা বলো না,
একটু কাছে ডাকো না,
আমায় একটা কথা বলো না,
একটু কাছে ডাকো না,
শহর জুড়ে বেদনা,
আহা শহর জুড়ে বেদনা,
একটা কথা বলো না,
আমায় একটু কাছে ডাকো না।

Tobe Lyrics | Minar Rahman

Song Name: Tobe
Vocal, lyrics, tune, composition: Minar Rahman
Music Produced by Sajid Sarker
Guitar: Shaik Salekin
Bass: sharton
Music Video: Mahmud Mahin
Color and Edit: Mahmud Mahin
Cinematography: Mostak Morshed

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Jani Pabona Lyrics, Imran | Shithee

Jani Pabona Song Is Sung by Imran And Shithee Sarker. Starring: Imran Mahmudul And Nadia Mim. Music Composed by Imran And Peye Haralam Debe Ke Daam Lyrics In Bengali Written by Snahashish Ghosh. Jani Pabona Song Credits: Song: Jani Pabona Singer: Imran & Shithee Sarker Lyrics: Snahashish Ghosh Tune & Music: Imran Mahmudul Director: Saikat Reza Dop: Bikash Saha Edit: Rejaul Raju Label: Central Music and Video [CMV] Jani Pabona Song Lyrics: পেয়ে হারালাম দেবে কে দাম ভেঙে যাওয়া এই ভালোবাসার, থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার, আর কি কখনো একফোঁটা স্বপ্ন সাহসটা পাবো দেখার জন্য, জানি পাবোনা, জানি পাবোনা। পেয়ে হারালাম দেবে কে দাম ভেঙে যাওয়া এই ভালোবাসার, থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।। চলতে গিয়ে পথে যদি আবার দেখা হয়ে যায় তোমার আমার, মুখ ফিরিয়ে চলে যাবে জানি হয়তো পাশে থাকবে কেউ আর, তোমাকে ছোঁয়ার আর অধিকার জানি পাবোনা, জানি পাবোনা। পেয়ে হারালাম দেবে কে দাম ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার, থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়...

গিলোই বা গুলঞ্চ এর উপকার ও ব্যবহার | Benefits and uses of Giloi or Gulach

গিলই গাছের পাতা এবং এর আয়ুর্বেদিক গুণ গিলই বা গুলঞ্চের উপকারিতা, ব্যবহার ও আয়ুর্বেদিক গুণ গিলই বা গুলঞ্চ একটি আয়ুর্বেদিক মহৌষধ, যা প্রাচীনকাল থেকে রোগ প্রতিরোধ, জ্বর নিরাময়, এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নতিতে ব্যবহৃত হয়। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউন-বুস্টিং গুণ এটিকে বিশেষ করে। এই পোস্টে আমরা গিলইয়ের উপকারিতা এবং ব্যবহার পদ্ধতি বিস্তারিত জানব। গিলইয়ের আয়ুর্বেদিক উপকারিতা রক্তস্বল্পতা দূর করে: গিলই রক্ত উৎপাদনে সহায়তা করে এবং অ্যানিমিয়া দূর করে। প্লীহার স্বাস্থ্য: প্লীহার রোগ নিরাময়ে গিলই অত্যন্ত উপকারী। পেটের সমস্যা: হজম সমস্যা, কোষ্ঠকাঠিন্য, এবং পেটের রোগে গিলই কার্যকর। চোখের দৃষ্টিশক্তি: গিলই দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক। জ্বর নিরাময়: ডেঙ্গু, ম্যালেরিয়া, বা বারবার জ্বর নিরাময়ে গিলই রামবাণ। লিভার ও ডায়াবেটিস: লিভারের স্বাস্থ্য এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। গিলইয়ের রস তৈরির প্রক্রিয়া গিলই কীভাবে ব্যবহার করবেন? রক্তাল্পতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিদিন সকালে ও বিকালে ১-...

Ki Ba Tomar Ongey Rakhi Lyrics | Rajlokhi

Ki Ba Tomar Ongey Rakhi Song Lyrics  কিবা তোমার অঙ্গে রাখি কি ভাবে সাজাই ভাবি তুমি সঙ্গে নেবে বেকুব বনে যাই কিবা তোমার অঙ্গে রাখি কি ভাবে সাজাই ভাবি তুমি সঙ্গে নেবে বেকুব বনে যাই আমি শান্তি পাবনা আমি খেলতে না ফুল ধরেছে কুসুম কুসুম তুলতে যাবো না পথহারিয়েছে  পথহারিয়েছে পথহারিয়েছে সময় গেছে থেমে পড়েছি আমি তোমারো প্রেমেরো প্রেমে পথহারিয়েছে সময় গেছে থেমে পড়েছি আমি তোমারো প্রেমেরো প্রেমে কিবা তোমার নাম কিবা তোমার দাম মুখে যদি প্রেম না থাকে কে রাধা কে স্যাম কিবা তোমার নাম কিবা তোমার দাম মুখে যদি প্রেম না থাকে কে রাধা কে স্যাম ও বংশীধারী ....... ও বংশীধারী তোমায় আড়ি কদম তলায় দেব ছাড়বো কেঁদে গল্প ফেঁদে বংশী কেড়ে নেবো সুর হারিয়ে সুর হারিয়ে...... সুর হারিয়ে সময় যাবে থেমে পড়েছি আমি তোমারো প্রেমেরো প্রেমে সুর হারিয়ে সময় যাবে থেমে পড়েছি আমি তোমারো প্রেমেরো প্রেমে তুমি রাখাল চতুরবটে মনে ভেবে ছিলে রাধা রাধা ডাকলে মেয়ে ভুলবে তোমার ছলে তুমি রাখাল চতুরবটে মনে ভেবে ছিলে রাধা রাধা ডাকলে মেয়ে ভুলবে তোমার ছলে রাইকে জানোনা রাইকে চেনোনা রাইকে জানোনা রাইকে ...