Tomar Kothay Lyrics তোমার কথায় | Rupak | Jakir | Bangla song | Amara Muzik শুধু তোমারি কথায় নিমেষে সব হারাই একলা রাত ও তোমাকে খুঁজে যায়। ভাবনারা হারিয়ে যায় দুচোখের সীমানায় অক্লান্ত মন তোমাকে পেতে চায়। আমার এই মনের কোন আছো তুমি আজ গোপনে স্বপ্নেরা কেবল স্বপ্ন দেখিয়ে যায়। শিশির ভেজা সবুজ ঘাসে তোমার ওই আলতো ছোঁয়াতে আধো হাসি সবকিছু ভুলিয়ে দেয়। তোমার কথায়, তোমার কথায়.. একলা ঘরের জানলাতে, মুহুর্তরা যায় ছুঁয়ে দুচোখ তবু খুঁজে যায় তোমাকে, আলোর কিরণ ধেয়ে আসে। আমার এই মনের কোন আছো তুমি আজ গোপনে স্বপ্নেরা কেবল স্বপ্ন দেখিয়ে যায়। শিশির ভেজা সবুজ ঘাসে তোমার ওই আলতো ছোঁয়াতে আধো হাসি সবকিছু ভুলিয়ে দেয়। তোমার কথায়, তোমার কথায়.. [ENGLISH] Sudhu tomari kothay Nimeshe sob harai Ekla raat o tomake khuje jay. Bhabna hariye jaay Du chokher seemanay Oklanto mon tomake pete chaay. Aamar ei moner kone Aacho tumi aajo gopone Shopnera kebol shopno dekhiye jay. Shishir bheja sobuj ghase Tomar oi aalto chowa te Aadho haasi sob kichu bhuliye daye. Tomar kothay...