Bolte Ki Paro Lyrics || বলতে কি পারো || Sahid Sami || Mahfuzur Rahman || Bangla New Song 2020 || G Series
আমার স্মৃতির শহরে জমেছে ধুলো বালি ।
তুমি নেই বলে আকাশটা করেছে মেঘের সাথে আড়ি ।
আমার স্মৃতির শহরে জমেছে ধুলো বালি ।
তুমি নেই বলে আকাশটা করেছে মেঘের সাথে আড়ি ।
বলতে কি পারো কতোটা ভালোবাসলে আসবে তুমি ফিরে
বুঝতে কি পারো কতোটা ভালোবাসি সব ভুলে গিয়ে ।
বলতে কি পারো কতোটা ভালোবাসলে আসবে তুমি ফিরে
বুঝতে কি পারো কতোটা ভালোবাসি সব ভুলে গিয়ে ।
থমকে গেছে জীবন আমার
ঢেকে গেছে অন্ধকারে ।
চোরাবালির অথৈ গভীরে
স্মৃতিরা সব আঁকড়ে মরে ।
থমকে গেছে জীবন আমার
ঢেকে গেছে অন্ধকারে ।
চোরাবালির অথৈ গভীরে
স্মৃতিরা সব আঁকড়ে মরে ।
বলতে কি পারো কতোটা ভালোবাসলে আসবে তুমি ফিরে
বুঝতে কি পারো কতোটা ভালোবাসি সব ভুলে গিয়ে ।
বলতে কি পারো কতোটা ভালোবাসলে আসবে তুমি ফিরে
বুঝতে কি পারো কতোটা ভালোবাসি সব ভুলে গিয়ে ।
একটু কি শুনবে আমার মনের আহ্বান
কতোটা যন্ত্রনায় ডাকছে তোমারই নাম ।
একটু কি শুনবে আমার মনের আহ্বান
কতোটা যন্ত্রনায় ডাকছে তোমারই নাম ।
হাজারো বারনে না মানা অনুরোধে
আসেনা আবারো ফিরে আমার জীবনে ।
বলতে কি পারো কতোটা ভালোবাসলে আসবে তুমি ফিরে
বুঝতে কি পারো কতোটা ভালোবাসি সব ভুলে গিয়ে ।
বলতে কি পারো কতোটা ভালোবাসলে আসবে তুমি ফিরে
বুঝতে কি পারো কতোটা ভালোবাসি সব ভুলে গিয়ে ।
Song: Bolte Ki Paro
Singer: Sahid Sami
Lyric: Shakawat Talukder
Tune: Nahin Ahsan
Music: Mahfuzur Rahman
Direction: Firoz Sorkar
DOP: Joy Abraham
Edit & Color: Johnny Gomes
Model: Sahid Sami & Habiba
Special Thanks: Shirin Chowdhury
Language: Bangla
Label: Agniveena
আমার স্মৃতির শহরে জমেছে ধুলো বালি ।
তুমি নেই বলে আকাশটা করেছে মেঘের সাথে আড়ি ।
আমার স্মৃতির শহরে জমেছে ধুলো বালি ।
তুমি নেই বলে আকাশটা করেছে মেঘের সাথে আড়ি ।
বলতে কি পারো কতোটা ভালোবাসলে আসবে তুমি ফিরে
বুঝতে কি পারো কতোটা ভালোবাসি সব ভুলে গিয়ে ।
বলতে কি পারো কতোটা ভালোবাসলে আসবে তুমি ফিরে
বুঝতে কি পারো কতোটা ভালোবাসি সব ভুলে গিয়ে ।
থমকে গেছে জীবন আমার
ঢেকে গেছে অন্ধকারে ।
চোরাবালির অথৈ গভীরে
স্মৃতিরা সব আঁকড়ে মরে ।
থমকে গেছে জীবন আমার
ঢেকে গেছে অন্ধকারে ।
চোরাবালির অথৈ গভীরে
স্মৃতিরা সব আঁকড়ে মরে ।
বলতে কি পারো কতোটা ভালোবাসলে আসবে তুমি ফিরে
বুঝতে কি পারো কতোটা ভালোবাসি সব ভুলে গিয়ে ।
বলতে কি পারো কতোটা ভালোবাসলে আসবে তুমি ফিরে
বুঝতে কি পারো কতোটা ভালোবাসি সব ভুলে গিয়ে ।
একটু কি শুনবে আমার মনের আহ্বান
কতোটা যন্ত্রনায় ডাকছে তোমারই নাম ।
একটু কি শুনবে আমার মনের আহ্বান
কতোটা যন্ত্রনায় ডাকছে তোমারই নাম ।
হাজারো বারনে না মানা অনুরোধে
আসেনা আবারো ফিরে আমার জীবনে ।
বলতে কি পারো কতোটা ভালোবাসলে আসবে তুমি ফিরে
বুঝতে কি পারো কতোটা ভালোবাসি সব ভুলে গিয়ে ।
বলতে কি পারো কতোটা ভালোবাসলে আসবে তুমি ফিরে
বুঝতে কি পারো কতোটা ভালোবাসি সব ভুলে গিয়ে ।
Singer: Sahid Sami
Lyric: Shakawat Talukder
Tune: Nahin Ahsan
Music: Mahfuzur Rahman
Direction: Firoz Sorkar
DOP: Joy Abraham
Edit & Color: Johnny Gomes
Model: Sahid Sami & Habiba
Special Thanks: Shirin Chowdhury
Language: Bangla
Label: Agniveena
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন