ভালো লাগার শুরু যখন
ভাবলে সে ওই চোখে,
এলো মেলো এই আমিটা
হারিয়েছি কোন সুখে। (২x )
মুহূর্ত পাল্টে যাবে যদি
তুমি ... চাও,
ভালো লাগার সময়টুকু যদি
আমাকে দাও।
আমার যত অভিযোগ
তোমায় নিয়ে যোগ বিয়োগ
ভালোবাসি বোলে
ভালো থাকতেই চাই,
তোমার মনোযোগ। .... (২x )
তোমার চোখে আমার স্বপ্ন খুঁজি
হাসিতে ফিরেপাই সুখ,
তুমি আমি নামের ডাকপিওনের খোঁজে
জমেছে হাজারো চিরকুট।
মুহূর্ত পাল্টে যাবে যদি
তুমি ... চাও,
ভালো লাগার সময়টুকু যদি
আমাকে দাও।
আমার যত অভিযোগ
তোমায় নিয়ে যোগ বিয়োগ
ভালোবাসি বোলে
ভালো থাকতেই চাই,
তোমার মনোযোগ। .... (২x )
Music :
Singer :
Director :
Cast :