Dishehara Chokh | দিশেহারা চোখ | Sajid | Ahsan Habib Chobi | Bangla New Music Video 2020 | G Series Dishehara Chokh Lyrics: দিশেহারা চোখ: জা নি দুঃখ পাবো জানি কষ্ট পাবো চলে জাবি একদিন আমায় ছেড়ে জানি মন হারাবো স্বপ্ন হারাবো ফিরবোনা কখনো এ হৃদয়ে পাগলমন তবু কেন তোর পানে ছোটে দিশেহারা চোখ সারা বেলা তোকেই খোঁজে পাগলমন তবু কেন তোর পানে ছোটে দিশেহারা চোখ সারা বেলা তোকেই খোঁজে ইচ্ছে করে তোরসাথে বিকেল ঘুড়ি উড়িয়ে দিতে গোধূলির শেষ আলোয় তোর হাতে এই হাতরেখে ইচ্ছে করে তোরসাথে বিকেল ঘুড়ি উড়িয়ে দিতে গোধূলির শেষ আলোয় তোর হাতে এই হাতরেখে মন আমার বোঝেনা মিছে স্বপ্নের ছবি আঁকে পাগলমন তবু কেন তোর পানে ছোটে দিশেহারা চোখ সারা বেলা তোকেই খোঁজে পাগলমন তবু কেন তোর পানে ছোটে দিশেহারা চোখ সারা বেলা তোকেই খোঁজে জানি তুই অন্যের বাসবো ভালো তবু তোকে হবেনা আমার ফেরা তোকেও যদি মনও বলে কল্পনা আসবে না কখনো সত্যি হয়ে পাগলমন তবু কেন তোর পানে ছোটে দিশেহারা চোখ সারা বেলা তোকেই খোঁজে পাগলমন তবু কেন তোর পানে ছোটে দিশেহারা চোখ সারা বেলা তোকেই খোঁজে Dishehara Chokh Lyrics Credits:...