Home
/
বাংলা গান লিরিক্স
/
Kritee Roy
/
Pritam Das
/
/
Taalpatar Shepai | Haal Na Charar Gaan Lyrics
Taalpatar Shepai | Haal Na Charar Gaan Lyrics
আর বিগত রাত ভয়কে নিয়ে পালালো বাইপাসে।
তুমি দু'চোখে ফের ঝাপটা দিলে রোদ মাখানো জলে
মানুষ চিরকালই জেনো হাল না ছাড়ার দলে...
তুমি ভয় পেওনা লিখতে গিয়েও লিখলেনা সে চিঠি
তোমার বুকের ভেতর কাঁপিয়ে গেল বিশ্ব পরিস্থিতি।
আমি তাও বলছি, লড়াই শেষে আসবে ফিরে ভালো
তুমি মনের মধ্যে একটু খোঁজো সচেতন এক আলো।
দেখো প্রকৃতি ঠিক শান্ত হবে,আঁধার যাবে চলে।
আবারও সুর আসবে ফিরে ক্লান্ত পাখির কোলে
আমরা আবার হাসবো জোরে,জড়িয়ে নেবো বুকে
সাময়িক এই ঘরবন্দির কাব্য যাবে চুকে...
শুধু আস্থা রাখো, সতর্ক হও অন্ধকারের দিনে
ঠিক লড়াই শেষে ফিরবো সবাই স্বপ্নগুলো কিনে।
তুমি ভয় পেয়োনা এই অসুখের মনখারাপী ছলে
মানুষ চিরকালই জেনো হাল না ছাড়ার দলে
Vocal/composition- Pritam Das
Ukulele- Sumon Ghosh
Haal Na Charar Gaan Lyrics:
তুমি ঘুমিয়ে পড়ার পরে ঠিকই ভোরের গাড়ি আসেআর বিগত রাত ভয়কে নিয়ে পালালো বাইপাসে।
তুমি দু'চোখে ফের ঝাপটা দিলে রোদ মাখানো জলে
মানুষ চিরকালই জেনো হাল না ছাড়ার দলে...
তোমার বুকের ভেতর কাঁপিয়ে গেল বিশ্ব পরিস্থিতি।
আমি তাও বলছি, লড়াই শেষে আসবে ফিরে ভালো
তুমি মনের মধ্যে একটু খোঁজো সচেতন এক আলো।
দেখো প্রকৃতি ঠিক শান্ত হবে,আঁধার যাবে চলে।
আবারও সুর আসবে ফিরে ক্লান্ত পাখির কোলে
আমরা আবার হাসবো জোরে,জড়িয়ে নেবো বুকে
সাময়িক এই ঘরবন্দির কাব্য যাবে চুকে...
শুধু আস্থা রাখো, সতর্ক হও অন্ধকারের দিনে
ঠিক লড়াই শেষে ফিরবো সবাই স্বপ্নগুলো কিনে।
মানুষ চিরকালই জেনো হাল না ছাড়ার দলে
Haal Na Charar Gaan Lyrics Credits:
Lyrics- Kritee RoyVocal/composition- Pritam Das
Ukulele- Sumon Ghosh
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন