Home
/
বাংলা গান লিরিক্স
/
Bangla Band
/
Rupam Islam
/
/
Boi Chor Lyrics (বই চোর), Aami, Rupam Islam
Boi Chor Lyrics (বই চোর), Aami, Rupam Islam, Amyt Datta, Official Music Video 2020
Boi Chor Lyrics By Rupam Islam:
Boi Chor Lyrics By Rupam Islam:
Boi Chor Lyrics in Bengali:
শুধু এই বইটাই পারে নিজেকে লুকোতে
এক পলকেই ব্যাস হয়ে যাবে এত টুক
তুই ছুবি বলে তাই কাঁপে বইটার বুক
তবু বোকা বই চোর।
হাত দিলি অন্যতে -
শুধু এই বইটাই পারে নিজেকে লুকোতে
এক পলকেই ব্যাস হয়ে যাবে এত টুক
তুই ছুবি বলে তাই কাঁপে বইটার বুক
তবু বোকা বই চোর।
হাত দিলি অন্যতে -
যাবো বই মেলাতে পকেটে পয়সা নেই
কাঁধে ঝোলাটা আছে আর স্বপ্ন আছে
বাড়ে কাগজের দাম ঝরে পাঠকের ঘাম
সাধ্যতে নেই
তবু চোখ বোলাতেই
নতুন বাঁধাইয়ের গন্ধটা চাই
তাবু মনে খছ খছ
কিছু আসার খরচ
ধুলো ধোঁয়ার দূষণ
তার মাঝে গুঞ্জন
ও যানে ধিক্কার হাতেনাতে গ্রেফতার
বই চোর বই চোর বই চোর বই চোর।
খোঁজে হুজুগে মানুষ কোথায় কফি হাউস
চার কলেজেই তরুণ বলে একটু শুনুন
কেউ পাটায়া দেখায়
কেউ বা-পাশ কাটায়
কেউ ছোট পত্রিকা দেখে আঁতকে পালায়
ঘোরে নকল পাঠক আর আসল আটক
ভাবে মুক্তি কিসে ?
বসে কিল্ডাপিসে
ওহে ও কলেজিকা
হয়ে বহ্নি শিখা
ভন্ডামিতে আগুন দিয়ে দাও স্পেসিমেন ওকে
বই চোর বই চোর বই চোর বই চোর।
শুধু এই বইটাই পারে নিজেকে লুকোতে
এক পলকেই ব্যাস হয়ে যাবে এত টুক
তুই ছুবি বলে তাই কাঁপে বইটার বুক
তবু বোকা বই চোর।
হাত দিলি অন্যতে -
বই চোর বই চোর বই চোর বই চোর।
বই চোর বই চোর বই চোর বই চোর।
Boi Chor Lyrics Credits:
Song: বইচোর (Boi Chor)
Lyrics-Composition-Vocal: Rupam Islam
Music Production and Guitars: Amyt Datta
Recording, Mixing & mastering: Prasenjit (Pom) Chakrabutty at Working Class Zero
Featuring: Rupam Islam, Swastik Choudhury(as Book-Thief)
Cinematography: Rupsha Dasgupta (Studio); Amartya Bhattacharyya (Outdoors)
Assistant Director: Priyanka Ghosh Ray
Editing and Direction: Amartya Bhattacharyya
Video Production: Swastik Arthouse
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন