Home
/
বাংলা গান লিরিক্স
/
Bangla Band
/
Rupam Islam
/
/
Chaowar Durotwo Lyrics (চাওয়ার দূরত্ব রূপম ইসলাম) By Rupam Islam
Chaowar Durotwo Lyrics (চাওয়ার দূরত্ব রূপম ইসলাম) By Rupam Islam
জেগে চেনা রাত্রি বারবার
নেশাটাও উদোম চড়ছে
রাত ভোর প্রসব করছে
এরাতের সবই অসত্য
সব স্বপ্নই নেপথ্য
তবু কেন মন যে বলছে
এ ছিল চাওয়ার দূরত্ব
হেঁটে তুমি আসতে পারতে
বোধহয় ভালবাসতে পারতে
কাউকে আমি করিনি জোর তো
বেড়ে গ্যাছে তাই দূরত্ব
বেঁচে থাকা মজার কারবার
গিটারের তীক্ষ্ণ ঝংকার
(করে) চেতনাকে আরো আড়ষ্ট
এ গানের প্রসব কষ্ট
টেলিফোনে তোমার কন্ঠ
অমৃত পান আকন্ঠ
তবুও বিষণ্ণ অশ্রুর
বিষভাব কবে হবে দূর
ঝরুক সে নীলচে কান্না
কান্নার গল্প আর না
সামনেই ভবিষ্যত তো
এ শুধু ছোঁয়ার দূরত্ব
ছুঁয়ে আমি আছি রিসিভার
অনুভবে স্পন্দন কার
রিসিভারে হালকা চুম্বন
এটুকুই প্রেমের মূলধন
কেটে গ্যাছে বিপদে পরতেই
(কেউ) এক্সটেনশনটা ধরতেই
অ্যালবামে অতীত শর্ত
হলদেটে আপন পর তো
Chaowar Durotwo Lyrics in Bengali:
জেগে থাকা নেশার কারবারজেগে চেনা রাত্রি বারবার
নেশাটাও উদোম চড়ছে
রাত ভোর প্রসব করছে
এরাতের সবই অসত্য
সব স্বপ্নই নেপথ্য
তবু কেন মন যে বলছে
এ ছিল চাওয়ার দূরত্ব
হেঁটে তুমি আসতে পারতে
বোধহয় ভালবাসতে পারতে
কাউকে আমি করিনি জোর তো
বেড়ে গ্যাছে তাই দূরত্ব
বেঁচে থাকা মজার কারবার
গিটারের তীক্ষ্ণ ঝংকার
(করে) চেতনাকে আরো আড়ষ্ট
এ গানের প্রসব কষ্ট
অমৃত পান আকন্ঠ
তবুও বিষণ্ণ অশ্রুর
বিষভাব কবে হবে দূর
ঝরুক সে নীলচে কান্না
কান্নার গল্প আর না
সামনেই ভবিষ্যত তো
এ শুধু ছোঁয়ার দূরত্ব
ছুঁয়ে আমি আছি রিসিভার
অনুভবে স্পন্দন কার
রিসিভারে হালকা চুম্বন
এটুকুই প্রেমের মূলধন
কেটে গ্যাছে বিপদে পরতেই
(কেউ) এক্সটেনশনটা ধরতেই
অ্যালবামে অতীত শর্ত
হলদেটে আপন পর তো
Chaowar Durotwo Song Credits:
Song: Chaowar Durotwo (চাওয়ার দূরত্ব)
Lyrics-Composition-Vocal: Rupam Islam
Music Production and Guitars: Amyt Datta
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন