Asha Audio Present "Dao Abosor Nazrul Geeti" Song is Sung by Subhamita Banerjee. Ektukhani Dao Abasar Lyrics Written by Kazi Nazrul Islam. Ektukhani Dao Abosor Boste Kache Same Song Is Sung by Manabendra Mukherjee, Anol Chatterjee, And Many Various Artists In Their Own Way.
একটুখানি দাও অবসর বসতে কাছে,
তোমায় আমার অনেক যুগের
অনেক কথা বলার আছে,
দাও অবসর বসতে কাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে।।
গ্রহ ঘিরে উপগ্রহ যেমন ঘোরে অহরহ,
গ্রহ ঘিরে উপগ্রহ যেমন ঘোরে অহরহ,
আমার আকুল এ বিরহ
তেমনি করে তোমায় যাচে,
একটুখানি দাও অবসর বসতে কাছে।।
চিরকালই রইবে তুমি
আমার পাওয়ার বহুদূরে,
আজকে ক্ষণিক কইবো কথা
সকরুণ গানের সুরে।
কইবো কথা গানে গানে
চাইবো না আর নয়ন পানে,
কইব কথা গানে গানে
চাইব না আর নয়ন পানে,
আমার চোখে অশ্রুরেখা
দেখে আমায় চেনো পাছে।
একটু খানি দাও অবসর বসতে কাছে,
তোমায় আমার অনেক যুগের
অনেক কথা বলার আছে,
দাও অবসর বসতে কাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে।।
Dao Abosor Lyrics Credits:
- Song: Dao Abosor
- Lyricist: Kazi Nazrul Islam
- Vocals: Subhamita Banerjee
- Arrangement & Programming: Prattyush Banerjee
- Jyotidhwani by: Prattyush Banerjee
- Mixing & Mastering: Goutam Basu
- Video & Editing: Hiranmay Biswas
- Label: Asha Audio
Dao Abosor Song Lyrics In Bengali:
একটুখানি দাও অবসর বসতে কাছে,একটুখানি দাও অবসর বসতে কাছে,
তোমায় আমার অনেক যুগের
অনেক কথা বলার আছে,
দাও অবসর বসতে কাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে।।
গ্রহ ঘিরে উপগ্রহ যেমন ঘোরে অহরহ,
গ্রহ ঘিরে উপগ্রহ যেমন ঘোরে অহরহ,
আমার আকুল এ বিরহ
তেমনি করে তোমায় যাচে,
একটুখানি দাও অবসর বসতে কাছে।।
চিরকালই রইবে তুমি
আমার পাওয়ার বহুদূরে,
আজকে ক্ষণিক কইবো কথা
সকরুণ গানের সুরে।
চাইবো না আর নয়ন পানে,
কইব কথা গানে গানে
চাইব না আর নয়ন পানে,
আমার চোখে অশ্রুরেখা
দেখে আমায় চেনো পাছে।
একটু খানি দাও অবসর বসতে কাছে,
তোমায় আমার অনেক যুগের
অনেক কথা বলার আছে,
দাও অবসর বসতে কাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন