Home
/
বাংলা গান লিরিক্স
/
Mehedi Hasan Limon
/
Shiekh Sadi
/
/
Dari Koma Lyrics (দাড়ি কমা) Shiekh Sadi Song
Dari Koma Song Lyrics | Shiekh Sadi | Ahmmed Humayun | Official Song 2020
তোমার মনে জমা,
তোমায় ভালোবাসার জন্য
নেই কোনো দাড়ি কমা।
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।
কত সময় বয়ে গেল ঘড়ির কাঁটা ধরে
অপেক্ষা বাড়ছে শুধু হাজার মুখের ভিড়ে।
বাধা নেই ভুলে যেতে পারো আমায়
আমি না থাকায় কি বা আসে যায়,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।
জানি সবি ভুলে যাবে আমিও হবো পুরনো
ধূলো জমা তোমার স্মৃতি
যত্নে রাখি এখনো।
বাধা নেই ভুলে যেতে পারো আমায়
আমি না থাকায় কি বা আসে যায়,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।
Dari Koma Lyrics:
আমায় নিয়ে হাজার অভিযোগতোমার মনে জমা,
তোমায় ভালোবাসার জন্য
নেই কোনো দাড়ি কমা।
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।
অপেক্ষা বাড়ছে শুধু হাজার মুখের ভিড়ে।
বাধা নেই ভুলে যেতে পারো আমায়
আমি না থাকায় কি বা আসে যায়,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।
জানি সবি ভুলে যাবে আমিও হবো পুরনো
ধূলো জমা তোমার স্মৃতি
যত্নে রাখি এখনো।
বাধা নেই ভুলে যেতে পারো আমায়
আমি না থাকায় কি বা আসে যায়,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।
Dari Koma Song Credits:
- Song: Dari Koma
- Singer: Shiekh Sadi
- Music: Ahmmed Humayun
- Tune: Asif Shahriar
- Lyrics: Mehedi Hasan Limon
- Direction: Shiekh Sadi & Muhtasim Taqi
- Cinematography: Zahid Hossain
- Flute: Ayon Islam Oli
- Edit & Color: Rejaul Raju
- Producer: Shiekh Sadi
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন