Home
/
বাংলা গান লিরিক্স
/
Bhaswar Bhattacharya
/
Subhamita Banerjee
/
/
Ei Kache Ei Dure Lyrics (এই কাছে এই দূরে) Subhamita Banerjee
এই কাছে এই দূরে | শুভমিতা | Ei Kache Ei Dure Lyrics | Subhamita | Prattyush | Bhaswar
সুর ভুলে অন্য সুরে,
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
বিষন্নতার আড়ালে লুকানো
সুখের হদিস এ মন জুড়ে।
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
রাত্রি জানে এই শহরের
কোথায় আলো আর কোথায় আঁধার,
তেমনি এ মন করে আয়োজন
কিছু হাসি কিছুটা কাঁদার।
সারাজীবন জ্বালায় সময়
সুখের প্রদীপ দুঃখের ঘরে,
সারাজীবন জ্বালায় সময়
সুখের প্রদীপ দুঃখের ঘরে..
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
এ মন জুড়ে কথাদের ভিড়ে
কোথায় কোনো গল্প থাকে,
যেমন পথ হারানো নদী
সাগর স্বপন জমায় বাঁকে।
প্রেমের কাছে নতজানু হৃদয়
জীবন জোড়া ঘৃণার পরে,
প্রেমের কাছে নতজানু হৃদয়
জীবন জোড়া ঘৃণার পরে..
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
বিষন্নতার আড়ালে লুকানো
সুখের হদিস এ মন জুড়ে,
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
Singer: Subhamita Banerjee
Lyrics & Composition: Bhaswar Bhattacharya
Script & Direction: Sourav Choubey ONS
DOP: Subhadeep Bag
Producer: Shankar Halder
Label: Suchitra Music
Ei Kache Ei Dure Lyrics:
এই কাছে এই দূরেসুর ভুলে অন্য সুরে,
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
বিষন্নতার আড়ালে লুকানো
সুখের হদিস এ মন জুড়ে।
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
রাত্রি জানে এই শহরের
কোথায় আলো আর কোথায় আঁধার,
তেমনি এ মন করে আয়োজন
কিছু হাসি কিছুটা কাঁদার।
সারাজীবন জ্বালায় সময়
সুখের প্রদীপ দুঃখের ঘরে,
সারাজীবন জ্বালায় সময়
সুখের প্রদীপ দুঃখের ঘরে..
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
কোথায় কোনো গল্প থাকে,
যেমন পথ হারানো নদী
সাগর স্বপন জমায় বাঁকে।
প্রেমের কাছে নতজানু হৃদয়
জীবন জোড়া ঘৃণার পরে,
প্রেমের কাছে নতজানু হৃদয়
জীবন জোড়া ঘৃণার পরে..
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
বিষন্নতার আড়ালে লুকানো
সুখের হদিস এ মন জুড়ে,
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
Ei Kache Ei Dure Lyrics Credits:
Song: Ei Kache Ei DureSinger: Subhamita Banerjee
Lyrics & Composition: Bhaswar Bhattacharya
Script & Direction: Sourav Choubey ONS
DOP: Subhadeep Bag
Producer: Shankar Halder
Label: Suchitra Music
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন