Home
/
বাংলা গান লিরিক্স
/
Bangla Band
/
Rupam Islam
/
/
Hothhat Brishti Lyrics (হঠাৎ বৃষ্টি রূপম ইসলাম) By Rupam Islam
Hothhat Brishti Lyrics (হঠাৎ বৃষ্টি রূপম ইসলাম) By Rupam Islam
আরো অবুঝ হয়ে ওঠে
মরা গাছের শুকনো ডালে
ভালোবাসার তরতাজা ফুল ফোটে
আমার রঙিন ইচ্ছেগুলো মিশিয়ে
দেবো গহন তোমার ঠোঁটে
প্রেম যেন আজ
মিষ্টি হয়ে, বৃষ্টি হয়ে, সৃষ্টি হয়ে জোটে
সময় আমার স্রোত হয়ে যায়, স্রোত বয়ে যায়
স্রোত রয়ে যায় মনের ভেতর
তোমার কথাই ভাবছি আমি,
কাঁদছি আমি, খুঁড়ছি আমার অভ্যন্তর
অন্দরে আর অন্তরে আর
সাত সমুদ্র তেরো নদী তেপান্তর
ডিঙিয়ে যাব, রাঙিয়ে যাব
তোমার প্রেমে পেরোব সমস্ত ঝড়
Hothhat Brishti Lyrics In Bengali:
যেমন হঠাৎ বৃষ্টি হলে সবুজআরো অবুঝ হয়ে ওঠে
মরা গাছের শুকনো ডালে
ভালোবাসার তরতাজা ফুল ফোটে
আমার রঙিন ইচ্ছেগুলো মিশিয়ে
দেবো গহন তোমার ঠোঁটে
প্রেম যেন আজ
মিষ্টি হয়ে, বৃষ্টি হয়ে, সৃষ্টি হয়ে জোটে
সময় আমার স্রোত হয়ে যায়, স্রোত বয়ে যায়
স্রোত রয়ে যায় মনের ভেতর
তোমার কথাই ভাবছি আমি,
কাঁদছি আমি, খুঁড়ছি আমার অভ্যন্তর
অন্দরে আর অন্তরে আর
সাত সমুদ্র তেরো নদী তেপান্তর
ডিঙিয়ে যাব, রাঙিয়ে যাব
তোমার প্রেমে পেরোব সমস্ত ঝড়
Hothhat Brishti Lyrics Credits:
Song: Aami Jaai (আমি যাই)
Lyrics-Composition-Vocal: Rupam Islam
Music Production and Guitars: Amyt Datta
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন