Jiggasha Song is Sung by Mahtim Shakib Bangla Song. Music Composed by Tasnuv, Bulet And Shuvo. Jiggasha Song Lyrics In Bengali Written by Mahtim Shakib.
আমি কি তোমার হতে পারি?
তোমার নামে নামটা জুড়ে দিয়ে
হয়ে যেতে চাই একান্ত তোমারি।
উদাসী মন তোমার গানে
শত জিজ্ঞাসার অনুমানে,
সুরে সুরে দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে,
কাছে টানে।
বেনামী হাজার চিন্তা
প্রতি প্রহরে,
রাত'দুপুর সময় না জেনে
আমায় ঘিরে ধরে।
হাজার কাজের মাঝে
তুই যে মনে বাজে
দেখতে চাই তোমায় নজরে।
উদাসী মন তোমার গানে
শত জিজ্ঞাসার অনুমানে,
সুরে সুরে দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে,
কাছে টানে।
Jiggasha Lyrics Credits:
- Song: Jiggasha
- Vocal, Lyrics & Tune: Mahtim Shakib
- Music: Tasnuv, Bulet & Shuvo
- Mix and Master: Tasnuv N Rahman
- Video Director: Mahtim Sakib
- Label : Gaanchill Music
Jiggasha Song Lyrics In Bengali:
শোন একটা প্রশ্ন তোমার কাছেআমি কি তোমার হতে পারি?
তোমার নামে নামটা জুড়ে দিয়ে
হয়ে যেতে চাই একান্ত তোমারি।
উদাসী মন তোমার গানে
শত জিজ্ঞাসার অনুমানে,
সুরে সুরে দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে,
কাছে টানে।
বেনামী হাজার চিন্তা
প্রতি প্রহরে,
রাত'দুপুর সময় না জেনে
আমায় ঘিরে ধরে।
হাজার কাজের মাঝে
তুই যে মনে বাজে
দেখতে চাই তোমায় নজরে।
শত জিজ্ঞাসার অনুমানে,
সুরে সুরে দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে,
কাছে টানে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন