Jontrona Lyrics in Bengali:
আমার চোখে সবকিছু ঝাপসা মনে হয়আমার মনে সবকিছু কোনো এলো মেলো লাগে ?
আমার চোখে সবকিছু ঝাপসা মনে হয়
আমার মনে সবকিছু কোনো এলো মেলো লাগে ?
দিনের শুরু থেকে -
ভাবি শুধু তোমায় নিয়ে
মনে তাবু এক কঠিন যন্ত্রনা --র অন্ত নেই।
মন থেকে কি করে ভুলে যাবো ?
তোমার এ ছবি
অনুভূতি দেখে ছুটে যাবো কবে যন্ত্রনা --র অন্ত নেই।
যন্ত্রনা --র অন্ত নেই।
আজও কেন যেন লাগে সবকিছুই যে
শেষ হয়নি এখনো বাকি
আজও কেন যেন লাগে সবকিছুই যে
শেষ হয়নি এখনো বাকি
না বলা কথা গুলো রয়ে গেলো -- অসমাপ্ত
মন থেকে কি করে ভুলে যাবো ?
তোমার এ ছবি
অনুভূতি দেখে ছুটে যাবো কবে যন্ত্রনা --র অন্ত নেই।
যন্ত্রনা --র অন্ত নেই।
Jontrona Lyrics Credits:
Artist: Mohon SharifMusic, Lyrics & Produced by Mohon Sharif
Master Engineer: Amit Chatterjee
Cast: Sunerah Binte Kamal, Sariful Razz
Director: Taneem Rahman Angshu
DOP: Sumon Sarker
EP: Xefer Rahman