Arman Alif and Agniveena present "Kanna". This new sad song features and is sung by Arman Alif. The music is Edited & Directed by Arman Alif and lyrics are penned by Arman Alif.
বাঁধলো কেউ এক বাসা,
যার কারণে ভাঙে গড়ে
শেষ না হওয়া আশা,
আমার তো এই একটাই ভাঙা মন
বারবার তার জোড়া দিলেও
হয়না আর তেমন।
আমার রাগটা গাঢ়, মলিন করি মুখ
কি প্রয়োজন তোমার পাওয়া
নামহীন কোনো সুখ।
এখন ঘুম কোথায় পাই
আমার সেই ঘুমপাড়ানি অপরাধিটাই নাই,
আমি কার কাছে নিই একটুখানি ঠাঁই
ধুলো জমা এই শহরে প্রিয় মেয়েটাই নাই।
তাই কতদিন হয় আগের মতো
ইস্কুল পলাই না,
পুরা নাইটের ব্লক লিস্টের খবরও লই না।
তুমি কাঁদলে পরে হারায় যাবো
সে অভ্যেসও নাই,
আমি টিফিনেরও টাকাতে আর
আবেগ কিনি নাই।
তোরে বাইকের ব্যাক সিটে বসায়
শহর দেখাই না,
তোর আমারে লইয়া বাসায়
বিচার আসে না,
আমি মায়ায় পড়বো ভাইবা
কেউ আর কাজল আঁকে না,
রাত্রি হারায় বোবা মোবাইল
কথা বলে না।
তোমরা দেখতে পেলে বইলো তারে
তার জন্য মন কান্না করে,
তোমরা দেখতে পেলে বইলো তারে
তার জন্য মন কান্না করে
সময় বেরঙিন,
আমার ঘুম ভেঙে গেলে মলিন বালিশ
ভেজে প্রতিদিন,
আমার ঘুম ভেঙে গেলে মলিন বালিশ
ভেজে প্রতিদিন।
তাই কতদিন হয় আগের মতো
ইস্কুল পলাই না,
পুরা নাইটের ব্লক লিস্টের খবরও লই না।
তুমি কাঁদলে পরে হারায় যাবো
সে অভ্যেসও নাই,
আমি টিফিনেরও টাকাতে আর
আবেগ কিনি নাই।
তাই কতদিন হয় আগের মতো
ইস্কুল পলাই না,
পুরা নাইটের ব্লক লিস্টের খবরও লই না।
হায়রে কতদিন আমি জোনাক পোকার
গানও শুনিনা,
কতদিন আমার মায়াবতীর
মুখটা দেখিনা।
Kanna Lyrics Credits:
- Song: Kanna
- Vocal, Lyrics & Tune: Arman Alif
- Music: Musfiq Litu
- Edit & Director: Md Rasel
- Co-Ordinated: Isha Khan Duray
- Label: Agniveena
Kanna Song Lyrics in Bengali:
দিনে দিনে মনের কোণেবাঁধলো কেউ এক বাসা,
যার কারণে ভাঙে গড়ে
শেষ না হওয়া আশা,
আমার তো এই একটাই ভাঙা মন
বারবার তার জোড়া দিলেও
হয়না আর তেমন।
আমার রাগটা গাঢ়, মলিন করি মুখ
কি প্রয়োজন তোমার পাওয়া
নামহীন কোনো সুখ।
আমার সেই ঘুমপাড়ানি অপরাধিটাই নাই,
আমি কার কাছে নিই একটুখানি ঠাঁই
ধুলো জমা এই শহরে প্রিয় মেয়েটাই নাই।
তাই কতদিন হয় আগের মতো
ইস্কুল পলাই না,
পুরা নাইটের ব্লক লিস্টের খবরও লই না।
তুমি কাঁদলে পরে হারায় যাবো
সে অভ্যেসও নাই,
আমি টিফিনেরও টাকাতে আর
আবেগ কিনি নাই।
তোরে বাইকের ব্যাক সিটে বসায়
শহর দেখাই না,
তোর আমারে লইয়া বাসায়
বিচার আসে না,
আমি মায়ায় পড়বো ভাইবা
কেউ আর কাজল আঁকে না,
রাত্রি হারায় বোবা মোবাইল
কথা বলে না।
তোমরা দেখতে পেলে বইলো তারে
তার জন্য মন কান্না করে,
তোমরা দেখতে পেলে বইলো তারে
তার জন্য মন কান্না করে
সময় বেরঙিন,
আমার ঘুম ভেঙে গেলে মলিন বালিশ
ভেজে প্রতিদিন,
আমার ঘুম ভেঙে গেলে মলিন বালিশ
ভেজে প্রতিদিন।
তাই কতদিন হয় আগের মতো
ইস্কুল পলাই না,
পুরা নাইটের ব্লক লিস্টের খবরও লই না।
সে অভ্যেসও নাই,
আমি টিফিনেরও টাকাতে আর
আবেগ কিনি নাই।
তাই কতদিন হয় আগের মতো
ইস্কুল পলাই না,
পুরা নাইটের ব্লক লিস্টের খবরও লই না।
হায়রে কতদিন আমি জোনাক পোকার
গানও শুনিনা,
কতদিন আমার মায়াবতীর
মুখটা দেখিনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন