Radio Jockey Lyrics In Bengali:
জেগে সারারাত কখন হয়েছে প্রভাতআমি বুঝিনি বলেই
আর খুলিনি রেডিও
প্রাতঃ স্মরণীয় আমার শুভেচ্ছা নিও
তোমার সাবলীলতায়
ব্রেকফাস্ট শোও জমিও
জানি যন্ত্রের ঘেরাটোপে এখন যন্ত্র তোমার মন
কোনো বলে যন্ত্রহীন ফুরফুরে জীবন
আর তাই আল্লাদি উৎসাহে ধরছো
আম জনতার ফোন
তোমার ফালতু বকনিশাচে সবার মন কেমন কেমন।
হায়রে ভার্চুয়াল সখি সাধের রেডিও জকি ঠকিওনা
নিজেকে নিশি উজ্জাপনে
হাই সোসাইটির সম্মোহনে ৱিকিওনা।
ভিভিআইপি পাপীর খুচরো প্রেমে
আসল সোনা খরচা দিয়োনা।
ক্রস রোডে ঘানায় সন্ধে
To be or Not to be-র দ্বন্দে
চেনা ফ্রেকুয়েন্সির ধন্ধে
বৃথা হারিও না।
জানি তোমার সঙ্গে মৈত্রী চুক্তি
হয়েছে বাতিল
ব্যাস্ত ষ্টুডিও তে এখন তুমি
বন্ধ মোবাইল।
কে ফের সন্দেহের ঢিলটা ছুড়ে দিচ্ছে ভেঙে দিল
আমার প্রেমের তাজমহলে ঢোকে প্রেমিকার কাতিল।
তুমি গেছো ফেলে হেলায় তোমার
প্রিয় বিনোদন
প্রেম ব্যাবসায়ী মগজে বেকার
অরণ্যে রোদন।
তোমার অংকের শীতলতাকে দোষী
বলা যাবে কি ?
থেকো রেডিওতেই একটিভ
থেকো রেডিওতেই একটিভ
থেকো রেডিওতেই একটিভ
পারফেক্ট রেডিও জকি।
হায়রে ভার্চুয়াল সখি সাধের রেডিও জকি ঠকিওনা।
নিজেকে নিশি উজ্জাপনে
হাই সোসাইটির সম্মোহনে ৱিকিওনা।
ভিভিআইপি পাপীর খুচরো প্রেমে
আসল সোনা খরচা দিয়োনা।
ওওও - ক্রস রোডে ঘানায় সন্ধে
To be or Not to be-র দ্বন্দে
চেনা ফ্রেকুয়েন্সির ধন্ধে
বৃথা হারিও না।
Radio Jockey Lyrics Credits:
Song: Radio Jockey (রেডিও জকি)
Lyrics-Composition-Vocal: Rupam Islam
Music Production and Guitars: Amyt Datta