Home
/
বাংলা গান লিরিক্স
/
Jorg
/
Tahsan Khan
/
Zooel Morshed
/
/
Se Khobor Ami Rakhi Lyrics (সে খবর আমি রাখি) Tahsan Khan
Se Khobor Ami Rakhi Song Lyrics In Bengali
Se Khobor Ami Rakhi Lyrics:
তোমার ছাদে প্রতি রাতে
শুকনো পাতা কতখানি শিশির মাখে
সে খবর আমি রাখি,
তোমার ঘুমে কোন স্বপ্ন
দিঘির জলে নাইতে নামে
সে খবর আমি রাখি।।
তোমার আচল উদাস পানে
রাজকুমারীর সুখী সাজে
সে খবর আমি রাখি,
তোমার দৃষ্টি অনল
কত যুবকের শিল্প পোড়ায়
সে খবর আমি রাখি
সে খবর আমি রাখি।।
তোমায় ছায়ায় কোন ময়ূরী
দুপুর বেলায় বাসর সাজায়
সে খবর আমি রাখি,
তোমার ঠোঁটে হরিন হাঁটে
বিষন্নতায় পথটি ভুলে
সে খবর আমি রাখি।
তোমায় ছায়ায় কোন ময়ূরী
দুপুর বেলায় বাসর সাজায়
সে খবর আমি রাখি,
তোমার ঠোঁটে হরিন হাঁটে
বিষন্নতায় পথটি ভুলে
সে খবর আমি রাখি।
তোমার চাওয়ায় ঈশ্বর কেন
এক সমুদ্র আয়না বানায়
সে খবর আমি রাখি,
তোমার রঙ্গীন স্বপ্নগুলো
বুক বিদির্ন করে যে দেয়
সে খবর আমি রাখি..
সে খবর আমি রাখি।।
শুধু তুমি রাখো না খবর
বিষন্ন কাটে প্রহর,
শুধু তুমি রাখো না খবর
বিষন্ন কাটে প্রহর,
ভালবাসা যেন দিঘির জলে
ডুবন্ত শীতল পাথর..
ডুবন্ত শীতল পাথর ...
ডুবন্ত শীতল পাথর..
ডুবন্ত শীতল পাথর ...
Album : Purnota
Singer : Tahsan Khan
Tune & Music : Zooel Morshed
Lyrics : Zooel Morshed & Jorg
Label : Agniveena
শুকনো পাতা কতখানি শিশির মাখে
সে খবর আমি রাখি,
তোমার ঘুমে কোন স্বপ্ন
দিঘির জলে নাইতে নামে
সে খবর আমি রাখি।।
তোমার আচল উদাস পানে
রাজকুমারীর সুখী সাজে
সে খবর আমি রাখি,
তোমার দৃষ্টি অনল
কত যুবকের শিল্প পোড়ায়
সে খবর আমি রাখি
সে খবর আমি রাখি।।
দুপুর বেলায় বাসর সাজায়
সে খবর আমি রাখি,
তোমার ঠোঁটে হরিন হাঁটে
বিষন্নতায় পথটি ভুলে
সে খবর আমি রাখি।
তোমায় ছায়ায় কোন ময়ূরী
দুপুর বেলায় বাসর সাজায়
সে খবর আমি রাখি,
তোমার ঠোঁটে হরিন হাঁটে
বিষন্নতায় পথটি ভুলে
সে খবর আমি রাখি।
এক সমুদ্র আয়না বানায়
সে খবর আমি রাখি,
তোমার রঙ্গীন স্বপ্নগুলো
বুক বিদির্ন করে যে দেয়
সে খবর আমি রাখি..
সে খবর আমি রাখি।।
শুধু তুমি রাখো না খবর
বিষন্ন কাটে প্রহর,
শুধু তুমি রাখো না খবর
বিষন্ন কাটে প্রহর,
ভালবাসা যেন দিঘির জলে
ডুবন্ত শীতল পাথর..
ডুবন্ত শীতল পাথর ...
ডুবন্ত শীতল পাথর..
ডুবন্ত শীতল পাথর ...
Se Khobor Ami Rakhi Song Credits:
Song : Se Khobor Ami RakhiAlbum : Purnota
Singer : Tahsan Khan
Tune & Music : Zooel Morshed
Lyrics : Zooel Morshed & Jorg
Label : Agniveena
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন