JMR Music presents Rupak Tiary's "Shanto Dupur". This new romantic song Shanto Dupur Song Is Sung by Rupak Tiary. Chup Khub Shanto Dupur Lyrics In Bengali Written by Jayanta Roy. Song Programming, Mix, Master And Composed by Rupak Tiary.
নেই কোলাহল হৃদয়ে,
চোখ আজ একা মোহনায়
অপলক অকারনে।
কেউ যখন মনখারাপে
বৃষ্টির কারখানা বুনছে,
কেউ তখন আনমনে
স্বপ্নের রাজধানী খুঁজছে।
খুঁজোনা আমাকে অভিমানী ডাকে
জেনো আমি ভেঙে গেছি পাথুরে আঘাতে।
ওই দূরে দেখো সন্ধ্যে নামছে বন্দরে
ফিরে যাবে যত ক্লান্ত প্রেম আজ ঘরে,
বাতিঘরে যত আলো নিভে যাবে
ফিরবেনা জাহাজেরা সৈকতে,
ডাকবেনা আর খবরের খোঁজ
নেবেনা যে..
কেউ যখন মনখারাপে
বৃষ্টির কারখানা বুনছে,
কেউ তখন আনমনে
স্বপ্নের রাজধানী খুঁজছে।
খুঁজোনা আমাকে অভিমানী ডাকে
জেনো আমি ভেঙ্গে গেছি পাথুরে আঘাতে।
Shanto Dupur Credits:
- Song: Shanto Dupur
- Singer & Composer: Rupak Tiary
- Lyrics: Jayanta Roy
- Direction & Post Production: Aditya Paul
- Drone: Debdip Chakraborty
- Promotion: Rohan Paul
- Music Publisher: JMR Music
Shanto Dupur Song Lyrics In Bengali :
চুপ, খুব শান্ত দুপুরনেই কোলাহল হৃদয়ে,
চোখ আজ একা মোহনায়
অপলক অকারনে।
কেউ যখন মনখারাপে
বৃষ্টির কারখানা বুনছে,
কেউ তখন আনমনে
স্বপ্নের রাজধানী খুঁজছে।
খুঁজোনা আমাকে অভিমানী ডাকে
জেনো আমি ভেঙে গেছি পাথুরে আঘাতে।
ওই দূরে দেখো সন্ধ্যে নামছে বন্দরে
ফিরে যাবে যত ক্লান্ত প্রেম আজ ঘরে,
বাতিঘরে যত আলো নিভে যাবে
ফিরবেনা জাহাজেরা সৈকতে,
ডাকবেনা আর খবরের খোঁজ
নেবেনা যে..
বৃষ্টির কারখানা বুনছে,
কেউ তখন আনমনে
স্বপ্নের রাজধানী খুঁজছে।
খুঁজোনা আমাকে অভিমানী ডাকে
জেনো আমি ভেঙ্গে গেছি পাথুরে আঘাতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন