Tomake Na Lekha Chithita Lyrics Rupak Tiary
Tomake Na Lekha Chithita Song Lyrics Rupak Tiary, Lyrics In Bengali: তোমাকে না লেখা চিঠিটা
Tomake Na Lekha Chithita Song Lyrics (Sayiaan) - Rupak Tiary
Tomake Na Lekha Chithita Lyrics In Bengali:
তোমাকে না লেখা চিঠিটা
ডাকবাক্সের এক কোণে,
সাদা খামের না লেখা নাম
এঁকেছে তার গানে।
সেই চিঠি যত লেখা
থাকে একা একা,
সেই গানের না শোনা সুর
একা একা আঁকা,
ছুঁয়ে যায় তবু কখন এসে..
যদি বলি সে সবই তোমারই
একা চিঠি একা একা গান,
যদি বলি সে সবই তোমারই
একা চিঠি একা একা গান,
সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ....
আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে
তুমি তোমার দু'চোখে সেই নীল ছুঁলে,
আমি আমিতে ভাসিনি কোনোদিন নীলে
তুমি তোমার দু'চোখে সেই নীল ছুঁলে,
আজও আমার সারাটা নীল
থাকে একা একা,
সেই চিঠি না পড়া সুর
একা একা আঁকা,
ছুঁয়ে যায় তবু কখন এসে..
যদি বলি সে সবই তোমারই
দু’চোখে ভেসে যাওয়া নীল আমার,
যদি বলি সে সবই তোমারই
দুচোখে ভেসে যাওয়া নীল আমার,
সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ....
তোমার সাথে খেলার ছলে
তোমার কথায় ছিলাম ভুলে,
তোমার সাথে খেলার ছলে
তোমার কথায় ছিলাম ভুলে,
সেই খেলা নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে,
সেই খেলা নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে।
আজ খেলা শেষে এ শহরে
হারিয়ে ফেলে খুঁজি তোমায়,
আজ এতো আলোর এ আঁধারে
এ মন তোমাকেই ছুঁতে চায়,
সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ....
তুমি ছিলে তোমার সাথে
একলা চাঁদে একলা রাতে,
তুমি ছিলে তোমার সাথে
একলা চাঁদে একলা রাতে,
আমি আমায় নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে,
আমি আমায় নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে।
আজ একা একা এ শহরে
হারিয়ে ফেলে খুঁজি তোমায়,
আজ এতো আলোর এ আঁধারে
এ মন তোমাকেই পেতে চায়,
সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ....
তোমাকে না লেখা চিঠিটা লিরিক্স :
Tomake Na Lekha Chithita
Dakbaksher Ek Kone
Sada khamer na lekha naam
ekeche tar gaane
Sei chithi joto lekha thake eka eka
Sei gaane na shona sur eka eka anka
chuye jay tobu kokhon ese
Jodi boli se sobi tomari
Eka chithi eka anka gaan
Jodi boli se shobi tomari
Eka chithi eka anka gaan
Saiyaan ..
Tomake Na Lekha Chithita Song Credits:
Tomake Na Lekha Chithita Song Full Video: