Rupak Tiary and Rupak Tiary present "Abcha Din Abcha Rat". This new song features and is sung by Rupak Tiary. The music is composed of Rupak Tiary and lyrics are penned by Jakiruddin Khan.
মেঘ ঢাকা শিল পাহাড়
মন ছুঁয়ে যায় ভেসে নিমেষে,
জলে ভেজে চুলগুলো
ধুয়ে যাওয়া কাজল টা
সবকিছুই যে আমার,
খুব কাছের।
সে যে আমার স্বপ্ন পরী
জলে নামার ঐ মন পাখি,
ছুঁয়ে যায় এই মনে আমার
ভেসে যায় ওই স্রোতে আবার।
আবছা দিন, আবছা রাত
মেঘ ঢাকা শিল পাহাড়
মন ছুঁয়ে যায় ভেসে, বৃষ্টিতে ..
এক পা, দু'পা হেঁটে চলা এই শহরে
সঙ্গে থাকে কিছু কথা আর তুই,
মুখের হাসি বুঝিয়ে দেয় তোর পাগলামি
পাশে আছি ভার নিতে আজ আমি।
সে যে আমার স্বপ্ন পরী
জলে নামার ঐ মন পাখি,
ছুঁয়ে যায় এই মনে আমার
ভেসে যায় ওই স্রোতে আবার।
আবছা দিন, আবছা রাত
মেঘ ঢাকা শিল পাহাড়
মন ছুঁয়ে যায় ভেসে, বৃষ্টিতে ..
Abcha Din Abcha Rat Song Credit:
- Song : Abcha Din Abcha Rat
- Singer : Rupak Tiary
- Composer : Rupak Tiary
- Lyrics : Jakiruddin Khan
- Music Label : Rupak Tiary
Abcha Din Abcha Rat Song Lyrics:
আবছা দিন, আবছা রাতমেঘ ঢাকা শিল পাহাড়
মন ছুঁয়ে যায় ভেসে নিমেষে,
জলে ভেজে চুলগুলো
ধুয়ে যাওয়া কাজল টা
সবকিছুই যে আমার,
খুব কাছের।
সে যে আমার স্বপ্ন পরী
জলে নামার ঐ মন পাখি,
ছুঁয়ে যায় এই মনে আমার
ভেসে যায় ওই স্রোতে আবার।
আবছা দিন, আবছা রাত
মেঘ ঢাকা শিল পাহাড়
মন ছুঁয়ে যায় ভেসে, বৃষ্টিতে ..
সঙ্গে থাকে কিছু কথা আর তুই,
মুখের হাসি বুঝিয়ে দেয় তোর পাগলামি
পাশে আছি ভার নিতে আজ আমি।
সে যে আমার স্বপ্ন পরী
জলে নামার ঐ মন পাখি,
ছুঁয়ে যায় এই মনে আমার
ভেসে যায় ওই স্রোতে আবার।
আবছা দিন, আবছা রাত
মেঘ ঢাকা শিল পাহাড়
মন ছুঁয়ে যায় ভেসে, বৃষ্টিতে ..
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন