Home
/
বাংলা গান লিরিক্স
/
Minar Rahman
/
Snahashish Ghosh
/
/
Ami To Amoni Lyrics, Minar Rahman Song
Minar Rahman and Sangeeta present "Ami To Amoni". This new song features and is sung by Minar Rahman. The music is composed of Rezwan Sheikh and lyrics are penned by Snahashish Ghosh.
Ami To Amoni Song Credit:
- Song : Ami To Amoni
- Vocal & Tune : Minar Rahman
- Lyrics : Snahashish Ghosh
- Music Composer: Rezwan Sheikh
- Screenplay & Direction : Mahmud Mahin
- Cinematographer : Mostak Morshed
- Edit : Mahmud Mahin
- Factory : Trendup Films Production
- Label: Sangeeta
Ami To Amoni Song Lyrics:
কথা দিয়ে হয়না রাখা
মুছে দেই সব স্বপ্ন, আঁকা,
হয় যদিও ভুল শতেক
ভালোবাসি তবু, অনেক।
আমি যেন কেমনই
আমি তো এমনই,
আমি যেন কেমনই
আমি তো এমনই,
কথা দিয়ে হয়না রাখা
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।।
মায়ার জালে বাঁধা পড়ায়
নিয়েছো যে আমায়, মেনে,
আমার চেয়ে বেশি তোমায়
আর কে যে বলো, চেনে।
আমি যেন কেমনই
আমি তো এমনই,
আমি যেন কেমনই
আমি তো এমনই,
কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।।
এখন থেকে আর হবে না
এই খামখেয়ালীপনা,
না, না, এটা কথার কথা না
নয় নতুন কোন বাহানা।
ও.. কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।
আমি যেন কেমনই
আমি তো এমনই,
আমি যেন কেমনই
আমি তো এমনই,
কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।।
মুছে দেই সব স্বপ্ন, আঁকা,
হয় যদিও ভুল শতেক
ভালোবাসি তবু, অনেক।
আমি যেন কেমনই
আমি তো এমনই,
আমি যেন কেমনই
আমি তো এমনই,
কথা দিয়ে হয়না রাখা
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।।
মায়ার জালে বাঁধা পড়ায়
নিয়েছো যে আমায়, মেনে,
আমার চেয়ে বেশি তোমায়
আর কে যে বলো, চেনে।
আমি তো এমনই,
আমি যেন কেমনই
আমি তো এমনই,
কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।।
এখন থেকে আর হবে না
এই খামখেয়ালীপনা,
না, না, এটা কথার কথা না
নয় নতুন কোন বাহানা।
ও.. কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।
আমি তো এমনই,
আমি যেন কেমনই
আমি তো এমনই,
কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন