Subrata Shuvro present "Jabo Megher Deshe". Jabo Megher Deshe Song Is Performed by Chitropot Band. Janalar Gorad Beye Jokhon Neme Ashe Chand Lyrics In Bengali Written by Safin Shudipto.
যখন নেমে আসে চাঁদ,
অবাক সময়, ঠাঁয় দাঁড়িয়ে
ফেরার আশায় আবার।
তখন তুমি এসে, ডাকবে আমায়
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।
আমার শহরে রঙ হারিয়েছে
মানুষ জমেছে লাশকাটা ঘরে,
মেঘগুলো এসে, রোদ মুছে গেছে
হারিয়ে গেছে সব অন্ধকারে।
তখন তুমি এসে হারালে কোথায়?
যাবো মেঘের দেশে, আয় ফিরে আয়।
আমার শহর বাড়তে থাকে
ভীষণ রঙ বাহারে,
এ শহরে অপু দূর্গারা বড্ড অনাহারে।
তখন তুমি এসে, ডাকবে আমায়
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।
Jabo Megher Deshe Lyrics Credits:
- Song Name: Jabo Megher Deshe
- Band Name: Chitropot
- Lyrics, Tune & Esraj: Safin Shudipto
- Guitar & Vocal: Wrivu Mustafa
- Bass: Ontik Kazi
- Guitar: Wasif Nafi
- Banjo & Vocal: Dhian Giri
- Cajon & Vocal: Ribhu Roddur
- Producer: Subrata Shuvro
- Mix, Mastering & Video: Kanak Aditya
Jabo Megher Deshe Song Lyrics In Bengali :
জানালার গরাদ বেয়ে,যখন নেমে আসে চাঁদ,
অবাক সময়, ঠাঁয় দাঁড়িয়ে
ফেরার আশায় আবার।
তখন তুমি এসে, ডাকবে আমায়
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।
আমার শহরে রঙ হারিয়েছে
মানুষ জমেছে লাশকাটা ঘরে,
মেঘগুলো এসে, রোদ মুছে গেছে
হারিয়ে গেছে সব অন্ধকারে।
যাবো মেঘের দেশে, আয় ফিরে আয়।
আমার শহর বাড়তে থাকে
ভীষণ রঙ বাহারে,
এ শহরে অপু দূর্গারা বড্ড অনাহারে।
তখন তুমি এসে, ডাকবে আমায়
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন