Kumar Sanu and Bijayata and Gathani Music present Kumar Sanu and Bijayata's "Mon Amar Ek Natun". This new romantic song features and is sung by Kumar Sanu and Bijayata. The music is composed of Ram Mukherjee and lyrics are penned by Pulak Bandhyapadhya.
Mon Amar Ek Notun Song Credit:
- Song : Mon Amar Ek Natun
- Movie : Biyer Phool
- Singer : Kumar Sanu and Bijayata
- Music : Jatin Lalit
- Lyrics : Pulak Bandhyapadhya
- Directed by : Ram Mukherjee
- Produced by : Raja Mukherjee
- Label : Gathani Music
Mon Amar Ek Notun Song Lyrics:
বলবো কি করে কি হলো আমারকি হারালো আর কি এলো আমার।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে,
হো.. মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে,
তুমি যে আমার তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
আদরে আবদারে চোখে সে লিখেছে,
ও তুমি যে আমার, তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে।।
এলো শুভদিন আজ আমার জীবনে
মিলবো দুজনায় এক শুভ লগনে,
এলো শুভদিন আজ আমার জীবনে
মিলবো দুজনায় এক শুভ লগনে।
আমায় ফেলে আর কারো সাথে চলবেনা
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে।।
তোমার যা আছে দাও সবই আমাকে,
ও আমার যত প্রেম নাও দিলাম তোমাকে
তোমার যা আছে দাও সবই আমাকে।
ভালোবাসি আর তুমি কাউকে বলবে না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদোরে আবদারে চোখে সে লিখেছে,
ও তুমি যে আমার তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে।।