Home
/
বাংলা গান লিরিক্স
/
Anindya Chatterjee
/
Anupam Roy
/
Chandril Bhattacharya
/
Srijato Bandyopadhyay
/
/
Nirbashoner Gaan Lyrics
Anupam Roy and Anupam Roy present "Nirbashoner Gaan". This new song features and is sung by Anupam Roy. The music is composed of Anupam Roy and lyrics are penned by Anindya Chatterjee, Anupam Roy, Chandril Bhattacharya & Srijato.
আমার ছায়া একদিন ছোঁবে তোমায়,
নির্বাসনে চুবিয়ে নিয়ে মাথা
ক্রমশ যেন যাচ্ছি চলে কোমায়।
মনখারাপকে দূরত্ব ভাগ করে
আংটির মতো সাজায় মধ্যমায়,
এই গান তার মানে খুঁজে পাবে
তোমার আমার নিজস্ব তর্জমায়।
বেলা বয়ে বয়ে যায়,
বেলা বয়ে যায়, এ শহরে,
জাহাজেরা ঘুমে যায়,
উদাসী হাওয়ায়, এ শহরে।
নিজেকে কুড়িয়ে ঝিনুকের মতো শুনি
সমুদ্রধ্বনি কোথাও বাজছে কিনা,
নির্জনতার মাঠটাকে কোনাকুনি
পেরোচ্ছি তবু ছায়া খুঁজে পাচ্ছি না।
ছায়াটি আমার, একটু তফাতে হাঁটো
যাও পেরিয়ে কোল্যাপসিবল টেনে,
বিষণ্ণতার প্রহর করেছি ফিরি
কেউ দরদামে বসন্ত যদি কেনে।
বেলা বয়ে বয়ে যায়,
বেলা বয়ে যায়, এ শহরে,
জাহাজেরা ঘুমে যায়,
উদাসী হাওয়ায়, এ শহরে।
Nirbashoner Gaan Song Credit:
- Song : Nirbashoner Gaan
- Music & vocals : Anupam Roy
- Lyrics : Anindya Chatterjee, Anupam Roy, Chandril Bhattacharya & Srijato
- Music Label : Anupam Roy
Nirbashoner Gaan Song Lyrics:
বিকেলের একপ্রান্তে তুমি দাঁড়িয়েআমার ছায়া একদিন ছোঁবে তোমায়,
নির্বাসনে চুবিয়ে নিয়ে মাথা
ক্রমশ যেন যাচ্ছি চলে কোমায়।
মনখারাপকে দূরত্ব ভাগ করে
আংটির মতো সাজায় মধ্যমায়,
এই গান তার মানে খুঁজে পাবে
তোমার আমার নিজস্ব তর্জমায়।
বেলা বয়ে বয়ে যায়,
বেলা বয়ে যায়, এ শহরে,
জাহাজেরা ঘুমে যায়,
উদাসী হাওয়ায়, এ শহরে।
সমুদ্রধ্বনি কোথাও বাজছে কিনা,
নির্জনতার মাঠটাকে কোনাকুনি
পেরোচ্ছি তবু ছায়া খুঁজে পাচ্ছি না।
ছায়াটি আমার, একটু তফাতে হাঁটো
যাও পেরিয়ে কোল্যাপসিবল টেনে,
বিষণ্ণতার প্রহর করেছি ফিরি
কেউ দরদামে বসন্ত যদি কেনে।
বেলা বয়ে বয়ে যায়,
বেলা বয়ে যায়, এ শহরে,
জাহাজেরা ঘুমে যায়,
উদাসী হাওয়ায়, এ শহরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন