Shaan and Asha Audio present Kazi Nazrul Islam's "Sure O Banir Mala Diye". This song features and is sung by Shaan. The music is composed of Shaan and Pijush Dhar. Lyrics are penned by Kazi Nazrul Islam.
আমারে ছুঁইয়াছিলে,
সুরেও বাণীর মালা দিয়ে তুমি
আমারে ছুঁইয়াছিলে,
অনুরাগ কুমকুম দিলে দেহে মনে,
অনুরাগ কুমকুম দিলে দেহে মনে
বুকে প্রেম কেন নাহি দিলে ?
আমারে ছুঁইয়াছিলে।।
বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়?
যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়,
বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়?
যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়,
কি যেন হারায়ে প্রাণ করে হায় হায়,
কি যে চেয়ে ছিলে, কেন কেড়ে নাহি নিলে?
কি যে চেয়ে ছিলে, কেন কেড়ে নাহি নিলে?
আমারে ছুঁইয়াছিলে।।
জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে
বলো কোন অভিমানে?
কেন জাগে নাকো আর সে মাধুরী
রস আনন্দ প্রানে.. রস আনন্দ প্রানে।
তোমারে না বুঝে বুঝেছিনু আমি ভুল
এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুল,
কেন আঘাত হানিয়া প্রিয়তম,
কেন আঘাত হানিয়া প্রিয়তম
সেই ভুল নাহি ভাঙ্গাইলে ..
আমারে ছুঁইয়াছিলে,
সুরেও বাণীর মালা দিয়ে তুমি
আমারে ছুঁইয়াছিলে।।
Sure O Banir Mala Diye Song Credits:
- Song: Sure O Banir Mala Diye
- Raag: Pilu
- Album: Khuji Taare
- Singer: Shaan
- Music Arrangement: Pijush Dhar
- Mixed & Mastered: Rupjit
- Label: Asha Audio
Sure O Banir Mala Diye Song Lyrics In Bengali:
সুরেও বাণীর মালা দিয়ে তুমিআমারে ছুঁইয়াছিলে,
সুরেও বাণীর মালা দিয়ে তুমি
আমারে ছুঁইয়াছিলে,
অনুরাগ কুমকুম দিলে দেহে মনে,
অনুরাগ কুমকুম দিলে দেহে মনে
বুকে প্রেম কেন নাহি দিলে ?
আমারে ছুঁইয়াছিলে।।
যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়,
বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়?
যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়,
কি যেন হারায়ে প্রাণ করে হায় হায়,
কি যে চেয়ে ছিলে, কেন কেড়ে নাহি নিলে?
কি যে চেয়ে ছিলে, কেন কেড়ে নাহি নিলে?
আমারে ছুঁইয়াছিলে।।
জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে
বলো কোন অভিমানে?
কেন জাগে নাকো আর সে মাধুরী
রস আনন্দ প্রানে.. রস আনন্দ প্রানে।
তোমারে না বুঝে বুঝেছিনু আমি ভুল
এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুল,
কেন আঘাত হানিয়া প্রিয়তম,
কেন আঘাত হানিয়া প্রিয়তম
সেই ভুল নাহি ভাঙ্গাইলে ..
আমারে ছুঁইয়াছিলে,
সুরেও বাণীর মালা দিয়ে তুমি
আমারে ছুঁইয়াছিলে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন