Piu Mukherjee & Jimut Roy and SVF Music present "Tomake Bhalobeshe". This new song features and is sung by Piu Mukherjee & Jimut Roy. The music is composed of Joy Sarkar and lyrics are penned by Srijato Bandyopadhyay.
জানি না সেই দেশে
চিরাগও আছে কিনা,
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে
কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা।
যদি বা প্রাণ যায় যেন না গান যায়
হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না।
সেই উজানের মন, স্পর্শ সংগোপন
যেখানে ছোঁও তাকে ভাঙবে তমসাকে,
এমনি সম্মোহন।
সেই মনেরই নাম, জানলে পাল্টাতাম
নীরবে সংযোগে রেখেছি মন যোগে,
দিইনি কিছু দাম।
তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে
চিরাগও আছে কিনা,
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে
কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা।
যদি বা প্রাণ যায় যেন না গান যায়
হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না।
Tomake Bhalobeshe Song Credit:
- Song Name : Tomake Bhalobeshe
- Web Series : Tansener Tanpura
- Singers : Piu Mukherjee & Jimut Roy
- Composer : Joy Sarkar
- Lyricist : Srijato Bandyopadhyay
- Label : SVF Music
Tomake Bhalobeshe Song Lyrics:
তোমাকে ভালবেসে কোথায় যাব শেষেজানি না সেই দেশে
চিরাগও আছে কিনা,
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে
কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা।
যদি বা প্রাণ যায় যেন না গান যায়
হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না।
সেই উজানের মন, স্পর্শ সংগোপন
যেখানে ছোঁও তাকে ভাঙবে তমসাকে,
এমনি সম্মোহন।
নীরবে সংযোগে রেখেছি মন যোগে,
দিইনি কিছু দাম।
তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে
চিরাগও আছে কিনা,
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে
কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা।
যদি বা প্রাণ যায় যেন না গান যায়
হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন