Home
/
আয়ুর্বেদ
/
Ayurved Tips
/
get rid of dandruff
/
/
৪ টি উপায়ে ঘরোয়া পদ্ধতিতে খুশকির থেকে মুক্তি
|| আয়ুর্বেদিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে খুশকির থেকে মুক্তি ||
Ayurvedic way to get rid of dandruff at home
আমাদের মাথায় কখনো না কখনো খুশকি অবশ্যই হয়েছে। খুশকিকে চুল পড়ার অন্যতম কারণ হিসেবে মানা হয়। খুশকি হওয়ার জন্য অনেক কিছু দায়ী থাকে। তবে মাথায় ছত্রাকের সংক্রমণ (Fungal Infections)-কে অনেক কারণগুলির মধ্যে একটি মানা হয়। এছাড়াও দূষণ, হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, মানসিক চিন্তা ইত্যাদি এর কারণ হতে পারে। তাহলে জানা যাক ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মাথা থেকে খুশকি দূর করা যায়। এটা করলে আপনার কোনোদিন আর খুশকির সমস্যা হবে না।- অলিভ তেলের প্রয়োগ : অলিভ তেলে প্রাকৃতিক গুণ থাকে যার ফলে মাথা থেকে খুশকি দূর করতে সাহায্য করে। আপনি সপ্তাহে দুবার অলিভ তেল দিয়ে মাথায় মালিশ করুন। আরো ভালোভাবে এর প্রয়োগ করতে গেলে মাথায় রাতে শোয়ার আগে কাপড় বেঁধে নিন যাতে চুল তেলটাকে ভালোভাবে শুষে নেয়।
- মেথির প্রয়োগ : মেথির দানা কে সারারাত ভিজিয়ে রেখে সকালে সেটা পেস্ট বানিয়ে মাথায় লাগাতে হবে। এরপর চুলকে আধঘন্টার জন্য এরকমই রেখে দিতে হবে, তারপর উষ্ণ গরম জল দিয়ে চুল ধুয়ে দিতে হবে। এটা আমার সাথে প্রত্যেক সপ্তাহে করলে এক-দু বার ব্যবহার করার পরেই খুশকি থেকে মুক্তি পাবেন।
- নারকেল তেলের প্রয়োগ : ১00 গ্রাম নারকেল তেল, তিন গ্রাম কর্পূর এই দুটোকে ভালোভাবে মিশিয়ে মাথায় এটাকে লম্বা সময় পর্যন্ত মালিশ করুন। প্রথম দিনের পর দ্বিতীয় দিন আপনি যখন এটা ব্যবহার করবেন তখন আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন এবং সমস্ত খুশকি দূর হয়ে যাবে।
- লেবুর প্রয়োগ : লেবুর রস ও চিনি খুশকি দূর করতে সক্ষম। লেবুর রস ও চিনি একসাথে মিশিয়ে মাথায় লাগান এবং লাগানোর ৫-৬ ঘন্টা পর চুল ধুয়ে ফেলুন। এটা ব্যবহার করলে খুশকি কোনদিন ফিরে আসবে না।
আপনি এই জিনিসগুলো প্রয়োগ করলে নিশ্চিত আপনি কোনদিন খুশকির সম্মুখীন হবেন না এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আপনি এটা পুরো বিশ্বাসের সাথে প্রয়োগ করতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন