Habib Wahid and Habib Wahid present "Bondhu Rey". This new song features and is sung by Habib Wahid. The music is composed of Habib Wahid and lyrics are penned by Ali Baker Zico.
Bondhu Rey Song Credit:
- Song : Bondhu Rey
- Singer : Habib Wahid
- Composer : Habib Wahid
- Lyrics : Ali Baker Zico
- Music Label : Habib Wahid
Bondhu Rey Song Lyrics:
আমারে ছাইড়া গেলা তুমি বন্ধুয়া,
তুমি বন্ধুয়া,
দিবানিশি তোমায়, ভাবি তোমায়
শুধু বন্ধুরে।
আশায় আশায় কাটে জীবন
তোমায় যদি কাছে পাই,
ও.. আশায় আশায় কাটে জীবন
তোমায় যদি কাছে পাই,
তুমি ছাড়া জীবন আমার
পুইড়া পুইড়া হইলো ছাই,
তোমায় ছাড়া আমি কি আর
সুখের দেখা পাবো হায়,
তোমার সাথে অন্তরে
জীবন নদী বইয়া যায়।
আমারে ছাইড়া গেলা তুমি বন্ধুয়া,
তুমি বন্ধুয়া,
দিবানিশি তোমায়, ভাবি তোমায়
শুধু বন্ধুরে।
আমারে ছাইড়া গেলা বন্ধুরে,
বন্ধুরে ও..
আমারে ছাইড়া গেলা বন্ধুরে,
বন্ধুরে,
ও.. আমারে ছাইড়া কেন গেলা বন্ধুরে,
বন্ধুরে?
তুমি বন্ধুয়া,
দিবানিশি তোমায়, ভাবি তোমায়
শুধু বন্ধুরে।
আশায় আশায় কাটে জীবন
তোমায় যদি কাছে পাই,
ও.. আশায় আশায় কাটে জীবন
তোমায় যদি কাছে পাই,
তুমি ছাড়া জীবন আমার
পুইড়া পুইড়া হইলো ছাই,
তোমায় ছাড়া আমি কি আর
সুখের দেখা পাবো হায়,
তোমার সাথে অন্তরে
জীবন নদী বইয়া যায়।
তুমি বন্ধুয়া,
দিবানিশি তোমায়, ভাবি তোমায়
শুধু বন্ধুরে।
আমারে ছাইড়া গেলা বন্ধুরে,
বন্ধুরে ও..
আমারে ছাইড়া গেলা বন্ধুরে,
বন্ধুরে,
ও.. আমারে ছাইড়া কেন গেলা বন্ধুরে,
বন্ধুরে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন