Home
/
বাংলা গান লিরিক্স
/
Arati Mukherjee
/
Gauriprasanna Mazumder
/
Liza
/
/
Ei Mom Jochonay Ongo Vijiye Song Lyrics
Liza and Seylon Tea present "Ei Mom Jochhonay Ongo Vijiye". This song features and is sung by Liza. The music is composed of Nachiketa Ghosh and lyrics are penned by Gauriprasanna Mazumder.
এসো না গল্প করি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ,
সারারাত আকাশে সলমা-জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি।
জাফরানি ওই আলতা ঠোঁটে,
মিষ্টি হাসির গোলাপ ফোটে
মনে হয় বাতাসের ঐ দিলরুবাতে,
সুর মিলিয়ে আলাপ ধরি।
দেখো ওই ঝিলিমিলি চাঁদ,
সারারাত আকাশে সলমা-জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি।
এই রূপসী রাত আর ঐ রূপালী চাঁদ
বলে জেগে থাকো
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো।
মখমলের ঐ সুজনি ঘাসে,
বসলে না হয় একটু পাশে
মনেহয় মহুয়ারই আতর মেখে,
তোমার কোলে ঘুমিয়ে পড়ি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ,
সারারাত আকাশে সলমা-জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি,
ও.. এসো না গল্প করি।
Ei Mom Jochonay Ongo Vijiye Song Credit:
- Song : Ei Mom Jochhonay
- Original Singer : Arati Mukherjee
- This Song Covered by : Liza
- Composer : Nachiketa Ghosh
- Lyricist : Gauriprasanna Mazumder
- Music Label : Seylon Tea
Ei Mom Jochonay Ongo Vijiye Song Lyrics:
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,এসো না গল্প করি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ,
সারারাত আকাশে সলমা-জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি।
মিষ্টি হাসির গোলাপ ফোটে
মনে হয় বাতাসের ঐ দিলরুবাতে,
সুর মিলিয়ে আলাপ ধরি।
দেখো ওই ঝিলিমিলি চাঁদ,
সারারাত আকাশে সলমা-জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি।
বলে জেগে থাকো
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো।
মখমলের ঐ সুজনি ঘাসে,
বসলে না হয় একটু পাশে
মনেহয় মহুয়ারই আতর মেখে,
তোমার কোলে ঘুমিয়ে পড়ি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ,
সারারাত আকাশে সলমা-জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি,
ও.. এসো না গল্প করি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন