Ei Shohor Amar Ar Noy Song is Sung by Saif Zohan. Music Arranged by Shovon Roy. Song Lyrics In Bengali Written by Saif Zohan.
দরজা আমার আর নয়,
চেনা গলি ছাড়তে যে আজ
লাগছে ভীষণ ভয়।
কথা ছিলোনা হবে এমন
তবু কেন এমন যে হয়,
হঠাৎ করে জানতে পেলাম
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়।
জানিনা কি আপন হবে কিনা
বোবা ওই দালান কোঠা,
ফিরে কি যাবো আবার
সেই শহরে,
যেই শহরে, বেড়ে ওঠা।
খুব কান্না পেয়েছিলো,
চোখে জমেছিল জল, লেগেছিল ভয়
হঠাৎ যখন জানতে পেলাম
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়।
জমেছিল, অনেক মায়া
শহরের ধূলি কনায়,
ধুয়ে গেলো, আজ কেন
অনেক খোঁজা,
শালিক ভেজা, পাখির ডানায়।
মন পিঞ্জর ভেঙেছিল
হঠাৎ এমন এই ভাঙ্গন,
কি করে যে সয়,
হঠাৎ যখন জানতে পেলাম
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়..
Ei Shohor Amar Ar Noy Credits:
- Song: Ei Shohor Amar Ar Noy
- Vocal, Lyrics & Tune: Saif Zohan
- Music Arrangement: Shovon Roy
- Videography: Adnan Habib
- Editing: Saif Zohan
Ei Shohor Amar Ar Noy Song Lyrics In Bengali:
খুব করে আগলে রাখাদরজা আমার আর নয়,
চেনা গলি ছাড়তে যে আজ
লাগছে ভীষণ ভয়।
তবু কেন এমন যে হয়,
হঠাৎ করে জানতে পেলাম
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়।
জানিনা কি আপন হবে কিনা
বোবা ওই দালান কোঠা,
ফিরে কি যাবো আবার
সেই শহরে,
যেই শহরে, বেড়ে ওঠা।
খুব কান্না পেয়েছিলো,
চোখে জমেছিল জল, লেগেছিল ভয়
হঠাৎ যখন জানতে পেলাম
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়।
শহরের ধূলি কনায়,
ধুয়ে গেলো, আজ কেন
অনেক খোঁজা,
শালিক ভেজা, পাখির ডানায়।
মন পিঞ্জর ভেঙেছিল
হঠাৎ এমন এই ভাঙ্গন,
কি করে যে সয়,
হঠাৎ যখন জানতে পেলাম
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়,
এই শহর আমার আর নয়..
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন