Ghum Amar Chuti Niyeche Lyrics - Samz Vai

Samz Vai & Mujahid Tufan and Samz Vai Official present "Ghum Amar Chuti Niyeche". This new song features and is sung by Samz Vai & Mujahid Tufan. The music is composed of Mujahid Tufan and lyrics are penned by Mujahid Tufan.

Ghum Amar Chuti Niyeche Song Credit:

  • Song : Ghum Amar Chuti Niyeche
  • Singer: Samz Vai & Mujahid Tufan
  • Lyrics: Mujahid Tufan
  • Composer: Mujahid Tufan
  • Music Label: Samz Vai Official

Ghum Amar Chuti Niyeche Song Lyrics:

এই ব্যেস্ত শহরে শত মানুষের ভিড়ে
আমি পাগলের মতো খুঁজে বেড়াই তোমাকে,
দূরে দূরে তাকিয়ে আনমনা হয়ে
আমি তোমাকে খুঁজে পাই নিজের মাঝে।

ঘুম আমার ছুটি নিয়েছে ও প্রিয়
ঘুম আমার ছুটি নিয়েছে।
কতোই না হতো দুজনের
মধুময় আলাপন,
দুজন দুজনকে নিয়ে
দেখেছি কতো স্বপন।

ঘুম আমার ছুটি নিয়েছে ও প্রিয়
ঘুম আমার ছুটি নিয়েছে।

মিথ্যে আশা মিথ্যে আবেগ
কেন দেখালে বলো?
দূরে তুমি ভালো থেকো
আমাকে ভুলে যেও।

দে রে না...

ঘুম আমার ছুটি নিয়েছে ও প্রিয়
ঘুম আমার ছুটি নিয়েছে।