|| ঘরোয়া পদ্ধতিতে চুলের সমস্যার সমাধান ||
চুল আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সবাই আমাদের চুলকে খুব ভালোবাসি। কিন্তু একবারও ভেবে দেখেছেন আমাদের ছোট ছোট ভুল চুলকে পুরো নষ্ট করে দেয়। চুল আমাদের ব্যক্তিত্ব বা personality-এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। চুল ঝরে যাওয়া বা সাদা হয়ে যাওয়ার চিন্তায় লোকজন আমাদের ব্যক্তিত্ব বা personality-কে সন্দেহের চোখে দেখে। বেশিরভাগ মানুষের সৌন্দর্যের সমস্যার মধ্যে সাধারণ সমস্যা চুল নিয়েই থাকে। অধিকাংশ মানুষই তাদের চুলের স্টাইল, চুল ঝরে যাওয়া, সাদা হয়ে যাওয়া এবং চুলের আগা ফেটে যাওয়া ইত্যাদি সমস্যার কথা বলে থাকে। তাই এখানে যেটা বলব সেটা করলে আপনাকে আর চুলের সমস্যার সম্মুখীন হতে হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যদি রোজ আপনার চুলের যত্ন করেন তাহলে আস্তে আস্তে সব চুলের সমস্যা দূর হয়ে যাবে।
চুল যত্ন করার সহজ উপায় গুলি হল:-
•
গরম তেল চুলে মালিশ করলে চুলের আদ্রতা ফিরে আসে এবং আস্তে আস্তে চুলের সমস্যা দূর হতে থাকে। মালিশ করার জন্য আপনি যে কোনো ধরনের প্রাকৃতিক তেল যেমন- নারকেল তেল, অলিভ তেল ইত্যাদি ব্যবহার করতে পারেন। কিন্তু এটা আপনাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে, কোন ভুল হলে উল্টে আপনার চুল নষ্ট হয়ে যেতে পারে। আপনি যে তেলটা মালিশ করবেন সেটা উষ্ণ গরম করতে হবে দেখতে হবে তাপমাত্রা যেন 40 ডিগ্রির বেশি না হয়। মালিশ হয়ে গেলে তার এক ঘন্টা পর ভালো করে স্নান করে নিতে হবে যাতে চুলে তেল ভাব না থাকে।
•
এছাড়া আপনি রসুনের রস, আদা বা পেঁয়াজের রস চুলে দিলে চুল ঘন , কালো এবং মজবুত হয় আর এতে নতুন চুল গজানোর সম্ভাবনাও থাকে। কিন্তু হ্যাঁ এই সবগুলো একবারে দেওয়া যাবে না যেকোন একটা দিতে পারেন। এই রস যখন খুশি মাখতে পারেন আবার রাত্রেবেলা মেখে সকালবেলা উঠে ধুয়ে দিতে পারেন এতে চুল সিল্কি হয় এবং সাদা হওয়া বন্ধ হয়ে যায়।
তাহলে এই সহজ জিনিসগুলি আপনারা সবাই ঘরে বসেই ব্যবহার করতে পারে এবং চুলের ভালো যত্ন নিতে পারেন।